বঙ্গবন্ধু ফেন্সিং টুর্নামেন্টে রানার্সআপ মিরপুর ফেন্সিং ক্লাব

আহমেদ কাওসার ॥ বঙ্গবন্ধু ৮ম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক পদক জিতে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে মিরপুর ফেন্সিং ক্লাব।

১৫ থেকে ১৯ নভেম্বর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট ১৪টি ক্লাবের দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি তাম্রসহ মোট ৭টি পদক পেয়ে রানার্সআপ হয়েছে মিরপুরের এই ক্লাবটি। দেশের ফেন্সিং এর ইতিহাসে এই প্রথমবারের মত কোন অসামরিক ক্লাব স্বর্ণপদক অর্জন করতে সক্ষম হলো।

ফেন্সিং এর মর্যাদাপূর্ণ এই আসরে মিরপুর ফেন্সিং ক্লাবের হয়ে স্বর্ণ পদক জয়ী দলের সদস্যরা হলেন, মো: মনির হোসেন, ফাইজুর রহমান, হাসান আলী ও রায়হান সোলায়মান।

ক্লাবের এই সাফল্যে প্রতিষ্ঠাতা ও কোচ মো: মনির হোসেন বলেন, “কঠোর পরিশ্রম ও ডিসিপ্লিন মেনে অনুশীলন করে আমরা এই সাফল্য অর্জন করেছি৷ আমাদের ক্লাবে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে যাদের পক্ষে বহুদূর যাওয়ার সম্ভব।”

মো: মনির হোসেন দেশের ফেন্সিং এর পরিচিত মুখ। ঘরোয়া প্রতিযোগিতার পাশাপাশি দেশের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি।

পেশায় একজন সফটওয়্যার ডেভেলপার মনির কাজ করেন দেশের স্বনামধন্য ওয়ার্ডপ্রেস কোম্পানি ডাব্লিউপি ডেভেলপারে। ফুল টাইম চাকরি করেও মনির খেলা এবং কোচিং চালিয়ে বিষ্ময়কর দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।

এই বিষয়ে মনির হোসেন বলেন, “দীর্ঘ ১৪ বছরের ফেন্সিং খেলার অভিজ্ঞতা আমার। একটি ফুল টাইম জব করলেও আমার এতোদিনের অভিজ্ঞতা যদি পরবর্তী প্রজন্মকে না দিয়ে যাই সেটা আমার কাছে দেশের প্রতি অকৃতজ্ঞতার সামিল। ফুল টাইম অফিস করে তাই ফেন্সিং এ সময় দেওয়া গায়ে লাগে না আমার। এক্ষেত্রে আমি ধন্যবাদ দিতে চাই ডাব্লিউপি ডেভেলপারকে। আমার জন্যে ফ্লেক্সিবল টাইম এবং খেলা চলাকালীন সময়ে নির্দিষ্ট ছুটির বাইরে আলাদা ছুটি দেওয়াতেই আমার ফেন্সিং এ সময় দেওয়া সম্ভবপর হচ্ছে৷”

তিনি আরো বলেন, “আমি চাই ফেন্সিং এ ভালো খেলোয়াড় তৈরি করে দেশকে এদিকে এগিয়ে নিতে। শুধুমাত্র সামরিক দল গুলোর বাইরে সাধারণ মানুষের কাছে ফেন্সিং পৌছে দিতে পারলেই আমার কষ্ট সার্থক।”

ফেন্সিং শিখতে ইচ্ছুক যে কেও যোগাযোগ করতে পারেন Mirpur Fencing Club এর ফেসবুক পেজে। এছাড়াও সরাসরি ০১৬৭-৩৬৪৭৩৪২ নাম্বারেও যোগাযোগ করতে পারেন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on ডিসেম্বর ৫, ২০২৩ 2:27 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

দৈনন্দিন জীবনে শৃঙ্খলা আনতে সাহায্য করে মাত্র কয়েকটি অভ্যাস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া বা চারপাশের নানা ঘটনার কারণে বিভ্রান্তি…

% দিন আগে

ইউনিয়ন পর্যায় পর্যন্ত ফোরজি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনগণকে আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার জন্য ইউনিয়ন পর্যায়…

% দিন আগে

বিপাকক্রিয়া উন্নত করবেন কীভাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিপাকের গতি বাড়ানোর মূল কার্যকরী পন্থাগুলোই হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া,…

% দিন আগে

ঈদে দেখা যাবে মোশাররফ-তানিয়া জুটির ‘খুচরা পাপী’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ছোটপর্দার পাশাপশি বড়পর্দায়ও বাজিমাত করেছেন এই…

% দিন আগে

আত্মসমর্পণ করলে ইউক্রেন সেনারা প্রাণভিক্ষা পাবেন: পুতিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, কুরস্কের পশ্চিমাঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনারা…

% দিন আগে

চলন্ত ট্রেন হতে যাত্রীর হাত ধরে ঝুলে ‘স্টান্ট’! পুলিশের নজরে পড়ে বিপাকে পড়লো তরুণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলন্ত ট্রেন হতে এক যাত্রীর হাত ধরে বাইরে ঝুলে আছেন…

% দিন আগে