দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবরুদ্ধ গাজার খান ইউনিসের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।
উপত্যাকার দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই স্কুলটিতে হামলার পূর্বে সেখানে গাজার বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছিলো। খবর: এএফপি’র।
ওই প্রতিবেদনটিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের মাআন স্কুলে মঙ্গলবারের চালানো হামলায় অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। সেখানকার নিহতদের মধ্যে প্রায় সবাই ছিলেন চলমান যুদ্ধের জন্যে বাস্তুচ্যুত। গাজার দ্বিতীয় বৃহত্তম এই শহরটিতে গত কয়েকদিন ধরে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) লাগাতার বিমান হামলা চালিয়ে আসছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খান ইউনিসের মাআন স্কুলের ধ্বংসস্তূপের নিচ থেকে অর্ধশতাধিক আহত ও অন্ততপক্ষে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উপত্যাকার আন-নাসের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
মোহাম্মদ সালো নামে একজন এএফপিকে বলেছেন, আমার বোনের মরদেহ স্কুলের সামনে পড়ে ছিল তবে আমরা তাকে উদ্ধার করতে পারিনি। শেষ পর্যন্ত তার মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সালো আরও বলেন, কেবল স্কুলই নয় আশপাশের প্রতিটি এলাকাই এখন আইডিএফের হামলার লক্ষ্যবস্তুুতে পরিণত হয়েছে। জ্বালানির অভাবে কিছুদিন ধরে গাজার হাসপাতালগুলোতেও বিদ্যুৎ নেই। এরইমধ্যে ইসরায়েলি অব্যাহত বিমান হামলায় ঘরবাড়ি হারিয়ে বিভিন্ন হাসপাতাল চত্বরে আশ্রয় নিয়েছেন ৭ হাজারেরও বেশি মানুষ। এমন পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্কতার পরও গাজার মাআন স্কুলে হামলা চালালো ইসরায়েল। তবে এই ঘটনায় ইসরায়েল এখনও কোন বিবৃতি দেয়নি।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org