২০২৩ সালের গুগল প্লে স্টোরের সেরা কয়েকটি অ্যান্ড্রয়েড অ্যাপস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবছরের মতো এবারও প্লে স্টোরে থাকা বছরের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপের তালিকা প্রকাশ করলো গুগল। প্লে স্টোরের সেরা অ্যাপের তালিকায় থাকা কয়েকটি অ্যাপ দেখে নিন।

তালিকায় সেরা অ্যাপের খেতাব পেলো ‘ইমপ্রিন্ট’ অ্যাপ। শিক্ষামূলক অ্যাপটির মাধ্যমে মনোবিজ্ঞান, ব্যবসা, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়েও শেখা যায়।

চ্যাটজিপিটি

Related Post

ব্যবহারকারীদের পছন্দ বিবেচনায় এই বছর সেরা অ্যাপ নির্বাচিত হলো ‘চ্যাটজিপিটি’। ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি অ্যাপের মাধ্যমে যে কোনো বার্তার উত্তর দ্রুত এবং নির্ভুলভাবে জানা যায়। নিজ থেকে বার্তা, গল্প, নিবন্ধ কিংবা কবিতা লিখতে সক্ষম অ্যাপটিতে সম্প্রতি ভয়েস চ্যাট সুবিধা যুক্ত হয়েছে।

স্পটিফাই

এই স্ট্রিমিং অ্যাপটির মাধ্যমে অনলাইনে খুব সহজেই পছন্দের গান এবং পডকাস্ট শোনা যায়।

বাম্বল ফর ফ্রেন্ডস

এই অ্যাপটিতে অবস্থান অনুযায়ী নতুন বন্ধু তৈরির পাশাপাশি তাদের সঙ্গে বার্তার আদান-প্রদান করা যায়।

ভয়েডপেট গার্ডেন

এই অ্যাপটিতে নিজের পছন্দমতো বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি তৈরি করে কাল্পনিক বাগানও তৈরি করা যায়।

আর্টিফ্যাক্ট

আর্টিফ্যাক্ট অ্যাপটির নির্মাতা ইনস্টাগ্রামের সাবেক সহ-প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রম। ব্যবহারকারীর আগ্রহ বুঝে নিউজ ফিডে পছন্দের সংবাদ প্রদর্শন করে থাকে এই অ্যাপটি।

অ্যাওয়ার

মানসিক এবং শারীরিক স্বাস্থ্যবিষয়ক অ্যাপটিতে বিভিন্ন সমস্যা সমাধানে সরাসরি বিশেষজ্ঞদের পরামর্শও পাওয়া যায়।

ক্যারেক্টার এআই

ক্যারেক্টার এআই অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিভিন্ন চরিত্র তৈরি করে তাদের সঙ্গে বার্তা আদান-প্রদানও করা যায়।

পাও পেট্রল একাডেমি

২ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি এই অ্যাপটিতে বিভিন্ন ধরনের শিক্ষামূলক গেম খেলা যায়।

এওয়ার্ল্ড ইন সাপোর্ট অব অ্যাক্টনাউ

মূলত জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের প্রচারণা অ্যাক্ট নাউয়ের অফিশিয়াল অ্যাপ এটি। পরিবেশদূষণ, কার্বন নিঃসরণসহ বিভিন্ন বিষয়ে সচেতন করে এই অ্যাপটি।

হোয়াটসঅ্যাপ

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের পাশাপাশি অডিও ও ভিডিও কলও করা যায়।

কনসেপ্টস

অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই ছবি আঁকার পাশাপাশি দ্রুত স্কেচ তৈরির সুযোগও পাওয়া যায়।

ফ্লিপাক্লিপ

অ্যানিমেশনভিত্তিক ফ্লিপাক্লিপ অ্যাপটির সাহায্যে অ্যানিমেটেড ভিডিও ও জিআইএফ তৈরি করা যায়।

ম্যাক্স

টেলিভিশনের অনুষ্ঠানের পাশাপাশি সিনেমা কিংবা খেলাও দেখা যায় এই ম্যাক্স অ্যাপটিতে।

অ্যামাজন প্রাইম ভিডিও

সিনেমা ও টেলিভিশনের অনুষ্ঠান দেখার জনপ্রিয় এই অ্যাপটি নিবন্ধন করে তারপর ব্যবহার করতে হয়।

তথ্যসূত্র : অ্যান্ড্রয়েড অথোরিটি।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on ডিসেম্বর ১৪, ২০২৩ 3:10 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ভারতের ঐতিহাসিক জাহানীয়া মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১০ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৭ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

রাতের খাবার না খেয়ে চিকন থাকার চেষ্টা: শরীরের পক্ষে এটি কী আদৌ ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই চিকন হওয়ার জন্য রাতের খাবার না খেয়ে থাকেন। কিন্তু…

% দিন আগে

শেয়ারট্রিপের মেগা ক্যাম্পেইন, শেয়ারট্রিপ পে’র মাধ্যমে জিতুন আকর্ষণীয় সব পুরস্কার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘গরমে চরম ব্যাপার’ নামে আকর্ষণীয় সব পুরস্কারে ভরপুর এক মেগা…

% দিন আগে

ইরানি পরিচালকের ৮ বছরের কারাদণ্ড এবং চাবুক মারার নির্দেশ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের প্রশংসিত চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ রাসুলফকে ৮ বছরের কারাদণ্ড এবং…

% দিন আগে

ডোনাল্ড ট্রাম্পকে জেলে পাঠানোর হুঁশিয়ারি বিচারপতির

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিউ ইয়র্কের ম্যানহাটনে ফৌজদারি ঘুষ মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট…

% দিন আগে

সংবাদ বিজ্ঞপ্তি: উৎসবমুখর পরিবেশে বেসিস নির্বাচনে বিজয়ী হলেন যারা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেসিস প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনন্দমুখর ও অংশগ্রহণমূলকভাবে…

% দিন আগে