দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ স্মার্ট ফোনের স্ক্রিন রক্ষার্থে Rhino Shield নামে নতুন এক ধরণের স্ক্রিন প্রটেক্টর তৈরি হয়েছে যা শক্তিশালী হাতুড়ির আঘাত সহ্য করতে পারে! এটি বর্তমানের আধুনিক গরিলা গ্লাস থেকে ৫ গুন বেশী শক্তিশালী!
আমরা সবাই কম বেশী স্মার্ট ফোনের সাথে পরিচিত, স্মার্ট ফোনের সবচেয়ে ভয়ের বিষয় এটি যদি হাত থেকে নিচে পরে তবে এর গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যেতে পারে। এর প্রতিকার হিসেবে এবার আসলো শক্তিশালী স্ক্রিন প্রটেক্টর! এ প্রটেক্টরের নাম দেয়া হয়েছে Rhino Shield। এটি ব্যবহার করতে হবে আপনার মূল্যবান স্মার্ট ফোনের ডিস্প্লে বা স্ক্রিনের উপরে সাধারণ প্রটেক্টর যেভাবে ব্যবহার করি ঠিক সেভাবেই।
নতুন তৈরি করা এই Rhino Shield স্ক্রিন প্রটেক্টর তিনটি পেপারের সমান পুরু তবে এটি ব্যবহারে আপনার টাচ মোটেই দুর্বল হবেনা বরং আগের চেয়ে আরও ভালো ভাবে কাজ করবে বরং এর ফলে আপনার স্মার্ট ফোন থাকবে নিরাপদ। পরীক্ষায় দেখা গেছে এই প্রটেক্টর ব্যবহার করে আইফোন ফাইভ এস এর মত সর্বশেষ বাজারে আসা স্মার্ট ফোনের ডিস্প্লেতে উপর থেকে লোহার বল, হাতুড়ি, ইট ইত্যাদি ফেলেও এর কোন ক্ষতি করা সম্ভব হয়নি যা অনেকটা আশ্চর্য জনক!
নতুন তৈরিকৃত এই স্ক্রিন প্রটেক্টরের প্রধান উপাদান হচ্ছে custom-formulated polymer যা এটিকে দিয়েছে বর্তমানের আইফোন এবং স্যামসং স্মার্ট ফোনে ব্যবহারিত সবচেয়ে শক্তিশালী গরিলা গ্লাসের চেয়েও ৫ গুন শক্তিধারন ক্ষমতা! ফলে আপনি এসব স্মার্ট ফোনে যদি বাড়তি স্ক্রিন প্রটেক্টর হিসেবে Rhino Shield ব্যবহার করেন তবে এটি আপনার স্মার্টফোনকে দিবে হাতুড়ির আঘাত সহ্য করার মতো ক্ষমতা।
নতুন আবিষ্কৃত এই Rhino Shield স্ক্রিন প্রটেক্টরটি তৈরি করা হয়েছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের Evolutive ল্যাবে। এটি স্মার্ট ফোনের ডিস্প্লের উপরে লাগানো যাবে তবে যেকোনো প্রয়োজনে এটি তুলে ফেলাও যাবে।
বাংলাদেশে এটি এখনও পাওয়া যাচ্ছেনা তবে আপনি Firebox থেকে ৩০ডলারে এটি কিনতে পারবেন।
This post was last modified on সেপ্টেম্বর ২৪, ২০১৩ 5:34 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…