দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চ্যাটজিটিপি’র নিজস্ব সংস্করণ প্রকাশ করার পর এবার ইলন মাস্ক প্রযুক্তি বাজারে নিয়ে আসতে চলেছেন এক্সমেইল (Xmail)।
শুধু তা-ই নয়, বাজারে আসার আগেই গুগলের বিশ্বব্যাপী জনপ্রিয় ইমেইল পরিষেবা জিমেইল (Gmail) এর সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বিতার আভাসও দিয়ে ফেলেছে মাস্কের প্রতিষ্ঠান এক্স কর্প।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স -এ এক কথোপকথনে ইলন মাস্ক নিজেও নিশ্চিত করেছেন তার নতুন ইমেইল পরিষেবা লঞ্চের বিষয়ে। ইলন মাস্ক বলেছেন, ‘এক্সমেইল’ নামে একটি সার্ভিস খুব শীঘ্রই আসতে চলেছে।
সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলোতে সম্প্রতি একটি নকর ছবি প্রচার শুরু হওয়ার সূত্র ধরে গুগল জিমেইল বন্ধ করার গুজবের মুখোমুখি হওয়ার পর এই ঘোষণাটি দেওয়া এলো। ইলন মাস্ক অবশ্য আসন্ন পরিষেবাটি সম্পর্কে তেমন কোনও বিবরণ প্রদান করেননি, তাই এটি কখন অ্যাক্সেসযোগ্য হবে তা এখনও অজানায় রয়ে গেছে। তবে দ্রুতই এটি এক্স অ্যাপে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে।
গত ২৩ ফেব্রুয়ারি নাথান ম্যাকগ্র্যাডি নামে এক্স-এর সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমের একজন সিনিয়র সদস্য তার প্লাটফর্মে একটি পোস্টও করেন, যেখানে তিনি প্রশ্ন রাখেন যে, ‘তাহলে এক্সমেইল লঞ্চ হচ্ছে কবে?’ তার ওই পোস্টের প্রতিক্রিয়ায় স্বত্তাধিকারী ইলন মাস্ক লিখেন, ‘শীঘ্রই লঞ্চ হবে এক্সমেইল। ইমেল পরিষেবা খাতে একটি বিশাল উত্থান হতে চলেছে।’
একই পোস্টে একজন এক্স ইউজার মন্তব্য করেছেন যে, ‘জিমেইলে আস্থা হারিয়েছি। যতো তাড়াতাড়ি সম্ভব এক্সমেইল-এ স্যুইচ করার সময় এসে গেছে!’
অন্য আরেকজন লিখেছেন, ‘আমি আমার জিমেইল ব্যবহার করবো, যেভাবে আমি এখন আমার হটমেইল (Hotmail) ব্যবহার করে থাকি- জাঙ্কের জন্য।
উল্লেখ্য, এই মূহুর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইমেইল পরিষেবা জিমেইল। বিশ্বব্যাপী ১৮০ কোটি সক্রিয় ইউজার রয়েছে তাদের।
এক্সমেইল লঞ্চের আভাস সম্পর্কে রিয়া ফ্রিম্যান নামে জনৈক সোশ্যাল মিডিয়া স্ট্রাটেজিস্ট বলেছেন যে, জিমেইলের এক্স সংস্করণও আসতে পারে। যদি তা সত্যিই হয়, জিমেইল ত্যাগ করে সেটি গ্রহণ করে দেখাটা আকর্ষণীয় হবে।
ফ্রিম্যান আরও বলেছেন, ‘ইলন মাস্ক টুইটার কিনে নিয়ে তাতে বিশাল পরিবর্তন করেন। তার পক্ষে জনমত রয়েছে বলে মনে হয় না, তাই লোকেরা তাদের ইমেল পরিচালনার সঙ্গে এক্স-কে বিশ্বাস করবে কি না সেটি দেখার বিষয় হবে।
গুগল শুক্রবার এক্স-এ ঘোষণা করেছে যে, জিমেইল বন্ধ হয়ে যাচ্ছে বলে যে খবর বেরিয়েছে সেটি ভিত্তিহীন খবর। কারণ জিমেইল বন্ধ হচ্ছে না। তারা ডিফল্ট জিমেইল ইন্টারফেস পরিবর্তন করেছেন, যেটি আগে ‘বেসিক HTML’ ছিল, এখন থেকে এটি নতুন ও আরও রঙিন। এই পরিবর্তনটি ২০২৪ সালের জানুয়ারিতে প্রথমেই করা হয়।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org