দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ সম্প্রতি পাকিস্তানে হয়ে যাওয়া ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে বালুচিস্থান প্রদেশের উপকূলবর্তী শহর আওয়ারান থেকে কিছু দূরে সাগরের বুকে তৈরি হয়েছে আশ্চর্য জনক এক দ্বীপ!
পাকিস্তানের বালুচিস্থান ভূমিকম্পের প্রভাবে ২৩৯ জনেরও অধিক মানুষের মৃত্যু এখন পর্যন্ত পাকিস্তানের বেসরকারি সূত্র নিশ্চিত করেছে তবে এই শক্তিশালী অতি মাত্রার ভূকম্পনের ফলে পাকিস্তানের উপকূলবর্তী শহর আওয়ারানের থেকে কিছু দূরে সাগরের বুকে ভূমি উপরে উঠে এসে তৈরি হয়েছে বিশাল এক দ্বীপের।
বিশেষজ্ঞরা জানিয়েছেন সাগরের বুকে এভাবে দ্বীপ উঠে আসাটা অনেকটা অতি প্রাকৃতিক ঘটনা এটি ভূকম্পনের প্রভাবে ঐ অংশের tectonic plate সরে গিয়ে অনেকটা উঁচু হয়ে উঠে গেছে। নতুন তৈরি হওয়া দ্বীপটি পাকিস্তানের উপকুল থেকে আনুমানিক ২ কিলোমিটার দূরে অবস্থান করছে। স্থানীয় ভূমি প্রশাসনের তথ্য মতে এই দ্বীপটি ৩০ মিটার উঁচু এবং এর আয়তন ১০০ মিটারের কাছাকাছি!
এদিকে ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন ৭.৭ মাত্রার এই ভূমিকম্প এতই শক্তিশালী ছিল এটি উৎপত্তি স্থল থেকে অনেক দূরের পাকিস্তানের করাচী শহর এমনকি ভারতকেও প্রকম্পিত করেছিল।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে সবচেয়ে ক্ষতি গ্রস্থ শহর আওয়ারানের ৩০ শতাংশ ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। আওয়ারান এখন একটি ধ্বংস প্রাপ্ত শহরের নাম! সেখানে ২৩৯ জনের বেশী মানুষ প্রান হারিয়েছেন বলে এখন পর্যন্ত জানা গেছে তবে ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও অধিক হতে পারে। আমেরিকার এক জরিপ তারা জানিয়েছেন ভূমিকম্পের প্রভাব এতই প্রবল যে সেখানে ১০০০ এর অধিক মানুষের মৃত্যু হতে পারে।
সূত্রঃ দি টেকজার্নাল।
This post was last modified on সেপ্টেম্বর ২৬, ২০১৩ 2:14 পূর্বাহ্ন
মোহাম্মদ শাহজালাল ॥ পেসমেকার হল একটি বৈদ্যুতিক যন্ত্র যা হৃদযন্ত্রের (হার্ট) নির্দিষ্ট স্পন্দন বা ধাপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্যাশলেস অর্থনীতির বিকাশ ত্বরান্বিত করতে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী ও মডেল সানি লিওন আবারও বিয়ের পিড়িতে বসলেন।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের জন্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…