দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের ঈদ উল ফিতরকে সামনে রেখে ভারতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড বোট’র বেশ কিছু নতুন গ্যাজেট এলো দেশের বাজারে। বাজারজাত করছে বাংলাদেশে বোট’র একমাত্র পরিবেশক ডিএক্স গ্রুপ।
দেশীয় এই প্রতিষ্ঠান বোট’র একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউশন কোম্পানি হিসেবে রাজধানীসহ দেশের সব জায়গাতে গ্যাজেটগুলো পরিবেশন করবে। গ্যাজেটগুলোর মধ্যে রয়েছে আকর্ষণীয় কিছু স্মার্টওয়াচ, হেডফোন, টিডব্লিউএস ইত্যাদি। সম্প্রতি বলিউড তারকা রণবীর সিং বোট -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর হতে এই ব্র্যান্ড এর পণ্য সমূহের উচ্চ চাহিদা তরুণ-তরুণীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে।
এই স্মার্ট ওয়াচের মধ্যে রয়েছে এনিগমা এক্স-৭০০। ১.৫২ ইঞ্চির অ্যামোলেড গোলাকার ডিসপ্লে সমৃদ্ধ স্মার্ট ওয়াচটিতে রয়েছে শতাধিক স্পোর্টস মোড ও ওয়াচ ফেস। লুনার এই লিংক মডেলটিতে রয়েছে ১.৪ ইঞ্চির টিএফটি রাউন্ড ডিসপ্লে। আবার এটিতেও রয়েছে শতাধিক স্পোর্টস মোড। মডেলটিতে বিল্টইন কিছু গেমও আছে।
এনিগমা এক্স৪০০-এ রয়েছে ১.৪৫ ইঞ্চি অ্যামোলেড রাউন্ড ডিসপ্লে এবং শতাধিক স্পোর্টস মোড। এটিতে হার্টরেট নির্ণয় করা যাবে ও এসপিও২ এবং স্ট্রেস মনিটর করা যাবে। মডেলটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ৫.৩ কলিং। সর্বশেষ ওয়েভ হাইপ মডেলটিতে রয়েছে অ্যাডভান্সড ব্লুটুথ কলিং ফিচারও। এটি আইপি-৬৭ ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রুফ। এটিতে ৫০টির ওপর স্পোর্টস মোড রয়েছে। মডেলটির ডিসপ্লে ১.৮৫ ইঞ্চি এইচডি।
আর টিডাব্লিউএস’র মধ্যে ইমরটাল ১২১ -এ রয়েছে বিস্ট মোড। প্লে-ব্যাক টাইম হলো ৪০ ঘণ্টা। এয়ারডপস আলফা মডেলটিতে রয়েছে দ্রুত চার্জিংয়ের সুবিধাও। গেমিংয়ের জন্য রয়েছে বিস্ট মোড। এই ডিভাইসের সঙ্গে দ্রুত পেয়ার হতে পারে এটি। প্লেব্যাক টাইম হলো ৩৫ ঘণ্টা। তারপর এয়ারডপস ১৩১ প্রো’তে রয়েছে বিশেষভাবে ৫৫ ঘণ্টা প্লে-ব্যাক টাইম। এর ড্রাইভার ১১ এমএম। আর এতেও রয়েছে বিস্ট মুড। এয়ারডপস ১৭০ মডেলটিতে বিরতিহীনভাবে ৫০ ঘণ্টা মিউজিকও চলবে। রয়েছে কোয়াড মাইক্রোফোনের সঙ্গে ইএনএক্স প্রযুক্তি। এয়ারডপসটিতে দ্রুত চার্জিং -এর ব্যবস্থাও রয়েছে।
নেকব্যান্ডের মধ্যে রকার্জ ২৫৫-প্রো প্লাস মডেলটিতে রয়েছে ৮ ঘণ্টা পর্যন্ত গান শোনার ব্যবস্থা। ফাস্ট চার্জিং সুবিধা ও এতে ব্লুটুথ ভার্সন ৫.০ ব্যবহার করা হয়েছে। ওভার এয়ার হেডফোনের মধ্যে রকার্জ ৫৫১ এএনসি মডেলে রয়েছে ১০০ ঘণ্টা পর্যন্ত প্লে-ব্যাক সুবিধাও। এর ড্রাইভার ৪০ এমএম। এতে রয়েছে ইএনএক্স প্রযুক্তি এবং কাস্টম-টিউনড ইকুয়ালাইজার মোড। রকার্জ ৪৫০ মডেলে রয়েছে ১৫ ঘণ্টা পর্যন্ত প্লে-ব্যাক টাইম। এর ড্রাইভার ৪০ এমএম। ব্যাটারি ৩০০এমএএইচ। মডেলটিতে ভয়েস অ্যাসিসট্যান্ট সুবিধাও আছে।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on এপ্রিল ১, ২০২৪ 3:58 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…