Categories: বিনোদন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এনটিভির ৭ দিন ব্যাপি বিশেষ অনুষ্ঠানমালার ৫ম দিন যা থাকবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবছরের মতো এবারও টিভি চ্যানেল এনটিভি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৭ দিন ব্যাপি বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। প্রতিদিন সকাল থেকে রাত্রি অবধি পুরো অনুষ্ঠানসূচি আমরা আগের দিন প্রকাশ করবো। আশা করি ঈদের এইসব অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। আজ ৫ম দিন (১৫ এপ্রিল) এর অনুষ্ঠান দেখে নিন।

ঈদ উল ফিতরের ৫ম দিন

০৮:০০ ধারাবাহিক নাটক: প্রবাসী পরিবার ঈদ স্পেশাল। পর্ব ০৪। রচনা ও পরিচালনা: মারুফ রেহমান। অভিনয়ে: প্রাণ রায়, মায়মুনা মম, সেমন্তি সৌমী, মিলন ভট্টাচার্য্য, জৌপারী লুসাই, মীম চৌধুরী, স্বর্ণলতা, আসিফ নূর, মারুফ মিঠু, রত্ম খান, টুটুল চৌধুরী প্রমূখ।

Related Post

০৮:৩০ নৃত্যানুষ্ঠান: লাল সবুজের দোলা। প্রযোজনা: রফিকুল ইসলাম। অংশগ্রহণে: শিরিন শীলা, চাঁদনী, শামীম, লোটাস, সিনথিয়া, ইয়াসমিন, নন্দন, অনন্যা বনিক ও ইমরান।

০৯:০০ একক নাটক: ফরগেট মাস্টার। রচনা: মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনা: জুবায়ের ইবনে বকর। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, পীরজাদা হারুন, শওকত আল মামুন প্রমূখ।

১০:০৫ বাংলা ছায়াছবি: শিকারী। পরিচালনা: জয়দেব মূখার্জী। অভিনয়ে: শাকিব খান, শ্রাবন্তী, সব্যসাচী, অমিত হাসান প্রমূখ।

০২:৩০ টেলিফিল্ম: মায়ালতা। রচনা: আসাদ জামান। পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: আরশ খান, তানিয়া বৃষ্টি, আব্দুল্লাহ রানা, আজিজুর রহমান আজাদ, রিসা চৌধুরী প্রমূখ।

০৫:১০ কমেডি শো: হাসির পাত্র। উপস্থাপনা: উপস্থাপনা: অভিজিৎ ও জয়া সাহা। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা। অংশগ্রহণে: শাওন মজুমদার, সাইফুল ইসলাম, নোভা, মাসুদ, রবিন, রিয়া, মুন্না, আজিজ, শ্বাশ্বতী প্রমূখ।

০৬:৪৫ ধারাবাহিক নাটক: প্রবাসী পরিবার ঈদ স্পেশাল। পর্ব ০৫। রচনা ও পরিচালনা: মারুফ রেহমান। অভিনয়ে: প্রাণ রায়, মায়মুনা মম, সেমন্তি সৌমী, মিলন ভট্টাচার্য্য, জৌপারী লুসাই, মীম চৌধুরী, স্বর্ণলতা, আসিফ নূর, মারুফ মিঠু, রত্মা খান, টুটুল চৌধুরী প্রমূখ।

০৭:৫৫ একক নাটক: বিশ্বাস করিব কারে। রচনা: সেজান নূর। পরিচালনা: সোহেল হাসান। অভিনয়ে: মোশাররফ করিম, ফারিয়া শেহরিন, রোবেনা রেজা জুঁই, শেখ মাহবুবুর রহমান প্রমূখ।

০৯:৩০ একক নাটক: আই প্লাস ইউ। রচনা: তানিন রহমান। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, সুষমা সরকার, এ কে আজাদ সেতু প্রমূখ।

১১:০৫ একক নাটক: বউ আমার চাকুরীজীবী। রচনা: হারুন রুশো। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, তানহা তাসনিয়া, শামিম জামান, শেখ মাহবুবুর রহমান, হৃদয় শরিফ।

১২:০০ বিশেষ সঙ্গীতানুষ্ঠান: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহণে: রাজিব, সাগর বাউল, নিশি শ্রাবনী, আলাউদ্দিন ও শারমিন আক্তার। তথ্যসূত্র: এনটিভি।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on এপ্রিল ৯, ২০২৪ 1:56 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

পৃথিবীতে এমন ৫টি দেশ রয়েছে যেখানে ২৪ ঘণ্টাই দিনের আলো থাকে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি বিশ্বের প্রায় জায়গাতেই ১২ ঘণ্টার দিন, ১২ ঘণ্টার…

% দিন আগে

সত্যিই এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ খৃস্টাব্দ, ২ জ্যৈষ্ঠ ১৪৩১…

% দিন আগে

গবেষণা যা বলছে: বরফপানিতে গোসল করা কী আদৌ ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফপানিতে গোসল করা কী আদৌ ভালো? কেও কেও বলেন, শরীরে…

% দিন আগে

ওজন ঝরাতে লেবু পানিতে দ্রুত উপকার পেতে সঙ্গে মেশাতে হবে আরও কয়েকটি উপাদান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ লেবুতে থাকা ফাইবারের কারণেই পেটভার হয়ে থাকে। অন্য কিছু…

% দিন আগে

সন্তানের হাতে যেসব সেটিংস বদলে দেবেন স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজকাল ৮ থেকে ৮০ সবার হাতেই স্মার্টফোন। এর সুবিধা যেমন…

% দিন আগে

জোভান-তিশার নতুন নাটক ‘কাপল অব দ্য ক্যাম্পাস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান প্রজন্মের তারকা ফারহান আহমেদ জোভান এবং তানজিন তিশা জুটি…

% দিন আগে