দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামীকাল বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ডায়নার জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ডায়না’ ছবিটি।
জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে মুক্তি পেয়েছে প্রিন্সেস ডায়নার জীবনী নিয়ে নির্মিত এই চলচ্চিত্র ‘ডায়না’। আর আগামীকাল ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। বহুল আলোচিত এই ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে নভেম্বরে। মুক্তির ৭ দিনের মাথায় এবং যুক্তরাষ্ট্রের আগেই বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। দেশের প্রথম মাল্টিপ্লেক্স এই সিনেমা হলের এমন প্রয়াস সিনেমাপ্রেমী দর্শকদের কাছে বিশেষ সমাদৃত হয়েছে বলে মনে করছেন দর্শকরা। কারণ, এর আগেও বেশ কয়েকটি সুপারহিট ছবি যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে মুক্তির পরপরই নিয়ে এসেছে তারা।
‘ডায়না’ মুক্তি উপলক্ষে আজ সন্ধ্যা ৬-৪৫ মি. প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়েছে। এদিকে এই চলচ্চিত্রের মধ্য দিয়ে মৃত্যুর ১৬ বছর পর দর্শকদের সামনে ফিরছেন প্রিন্সেস ডায়না। ফিরছেন রুপালি পর্দায়। বিশ্বব্যাপী আলোচিত প্রিন্সেসের ছকভাঙা জীবনের উঠা-পড়া, ভাঙা-গড়া সবটুকু নিয়ে ছবির গল্প। তাই ছবির নামও তেমনি দেওয়া হয়েছে ‘ডায়না’। নাম ভূমিকায় ব্রিটিশ-অস্ট্রেলীয় অভিনেত্রী নাওমি ওয়াটস। ডায়নার জীবনের শেষ দুই বছরের ঘটনা নিয়েই মূলত নির্মিত হয়েছে এই ছবিটি। সিনেমার দুই প্রযোজক হলেন রবার্ট বার্নস্টাইন এবং ডগলাস রে।
এর কাহিনীতে বলা হয়েছে, পাকিস্তানি হার্ট সার্জন হাসনাত খানের সঙ্গে ডায়নার ২ বছরের গোপন সম্পর্ক তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে ডায়নার বহু ভক্ত রয়েছে। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের নামও দেয়া হয়েছে ডায়না। তাই এই ছবিটি বাংলাদেশের বাজারে ভালো মুনাফা করবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: অনলাইন।
This post was last modified on সেপ্টেম্বর ২৬, ২০১৩ 1:06 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাঁটা কিংবা দৌড়ানোর জুতো কেমন হওয়া উচিত? সেটি হয়তো অনেকের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ফটো ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফটের খ্যাতি রয়েছে সর্বত্র। বহু আগে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে এপ্রিল মাসের মাঝামাঝি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাসের ভিতর থাকা মহিলা কন্ডাক্টরের সঙ্গে কথা বলছেন ঝুলে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৭ কার্তিক ১৪৩১…