দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা নিয়ে আলোচনায় উঠে আসে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীমের সিনেমা ‘আদিম’। এবার ওটিটিতে আসছে মস্কোজয়ী সিনেমা ‘আদিম’।
উৎসবে দু’টি পুরস্কার জিতে নিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছে এই সিনেমাটি। গত বছর বড়পর্দায় মুক্তি পেলে দেশের দর্শকের কাছে প্রশংসা কুড়ায় এই ছবিটি। এবার এই সিনেমাটি আসছে ওটিটি প্লাটফর্মে।
নির্মাতা যুবরাজ শামীম জানিয়েছেন যে, বৃহস্পতিবার (২ মে) ওটিটি প্লাটফর্ম চরকিতে ‘আদিম’ সিনেমাটি স্ট্রিমিং করা হবে। যে কারণে যারা সিনেমাটি দেখতে বিভিন্ন সময় নক দিতেন, তারা দেখতে পাবেন সিনেমাটি। এখন থেকে দেশ বিদেশের যে কেও চাইলেই ‘আদিম’ সিনেমাটি ওটিটি থেকে দেখে নিতে পারবেন।
গত বছর বড়পর্দায় সিনেমাটি মুক্তি দিয়েছিলেন যুবরাজ। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেছেন, যে করেই হোক বড়পর্দায় আমি সিনেমাটি দর্শকদের দেখাতে চেয়েছিলাম। তারকাহীন ‘আদিম’ প্রেক্ষাগৃহে চালানোর নাম নেয়াও দুঃসাহসী কাজ। তবে এই কাজটি আমাকে সহজ করে দেয় মস্কো চলচ্চিত্র উৎসব! পরে ওটিটি প্লাটফর্ম চরকি ছবিটি নিয়ে আগ্রহ দেখিয়েছে। গত বছরেই আমরা চরকির কাছে সিনেমাটির ওটিটি স্বত্ব বিক্রি করেছি।
টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে ‘আদিম’ সিনেমার শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এর চরিত্ররাও বাস করেন বস্তিতেই। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত ও সহ প্রযোজক হিসেবে রয়েছে সিনেমাকার এবং লোটাস ফিল্ম।
উল্লেখ্য, এ বছর সিনেমাটি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) ‘হীরালাল সেন পদক–১৪৩০’ অর্জন করেছে। এছাড়াও সেরা চলচ্চিত্র এবং সেরা নির্মাতা বিভাগে মেরিল প্রথম আলো ২০২৩-এ চূড়ান্ত মনোনয়নও পেয়েছে আদিম এবং নির্মাতা যুবরাজ শামীম। আগামি মাসে জমকালো আয়োজনে পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি হবে বলে জানা যায়।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on এপ্রিল ২৮, ২০২৪ 3:13 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…