দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাতের কালো আকাশের বুকে ফুটফুটে যে রূপালী চাঁদ, তার বয়স আসলে কত? শিশুদের মামা এবং প্রেমিকের প্রেয়সী হিসেবে আখ্যায়িত এই উপগ্রহটির বয়স সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ হিসাব এখনো বের করতে পারেননি বিজ্ঞানীরা। তবে সাম্প্রতিক গবেষণার ফলাফলে দেখা গেছে, এতোদিন ধরে উপগ্রহটির যে বয়স ধরা হচ্ছিলো, তার তুলনায় চাঁদের বয়স অন্তত ১০০ মিলিয়ন বছর কম।
মহাকাশ বিজ্ঞান প্রসারের পর থেকে এখন পর্যন্ত চাঁদ সম্পর্কেই বিজ্ঞানীরা সবচেয়ে বেশি জানতে পেরেছেন। এমনকি এর উৎপত্তি সম্পর্কে একটি আস্থাজনক তত্ত্বও দাঁড় করাতে পেরেছেন তারা। কিন্তু নিজের সঠিক বয়স এখন পর্যন্ত বিজ্ঞানীদের কাছ থেকে আড়াল করে রাখতে পেরেছে চাঁদ। এতোদিন পর্যন্ত ধারণা করা হতো, পৃথিবীর উৎপত্তির প্রায় সঙ্গে সঙ্গেই চাঁদের উৎপত্তি। অর্থাৎ পৃথিবী এবং চাঁদ প্রায় সমবয়েসী। কিন্তু লন্ডনের বিজ্ঞানীদের নতুন হিসাবে দেখা গেছে, পৃথিবী থেকে কম করে হলেও চাঁদের বয়স ১০০ মিলিয়ন বছর কম। এই হিসাব অনুযায়ী, অনন্ত যৌবনা চাঁদের বয়স বর্তমানে ৪.৪ থেকে ৪.৪৫ বিলিয়ন বছর। গবেষণাটির সঙ্গে জড়িত ভূ-রসায়নবিদ রিচার্ড কার্লসন সোমবার লন্ডনের রয়াল সোসাইটিতে জানান, মহাকাশযান অ্যাপোলোর সংগ্রহ করা চাঁদের পাথর বিশ্লেষণ করে তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
চাঁদের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে যুক্তিযুক্ত তত্বটি অনুযায়ী, পৃথিবীর উৎপত্তির সময় প্রায় মঙ্গল গ্রহের আকার সম্পন্ন একটি গতিশীল বস্তু পৃথিবীকে প্রচণ্ড আঘাত করে। সে আঘাতেই পৃথিবীর একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে, কিন্তু অভিকর্ষের বলে পৃথিবীকে ঘিরেই ঘূর্ণায়মাণ থাকে। পরবর্তীতে ধীরে ধীরে শীতল হয়ে তা একটি উপগ্রহের রূপ পায়। এই উপগ্রহটিই আমাদের চাঁদ।
তথ্যসূত্র: দি টেক জার্নাল
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…