৮ মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে একটি এয়ারলাইন্স

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেতন-ভাতা নিয়েই সবচেয়ে বেশি উদ্বীগ্ন থাকেন একজন কর্মী। তাই কর্মক্ষেত্র নির্বাচন নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। অনেক প্রতিষ্ঠানই চেষ্টা করেন কর্মীদের ভালো সম্মানী দিতে। তবে ৮ মাসের বেতনের সমান বোনাস দেওয়ার মতো ঘটনা আগে কখনও শোনা যায়নি। সম্প্রতি এমন এক উদ্যোগ গ্রহণ করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।

নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সম্প্রতি সিএনএনকে জানিয়েছে, কর্মীদের প্রায় ৮ মাসের বেতনের সমান বোনাস দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। যদিও সিঙ্গাপুর এয়ারলাইন্স এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

সম্প্রতি প্রতিষ্ঠানটি ২০২৩-২৪ অর্থ বছরের মুনাফা রিপোর্ট প্রকাশ করে। এই অর্থ বছরে প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ হলো প্রায় ২ হাজার কোটি ডলার।

Related Post

কোভিড মহামারির পর চীন, হংকং, জাপান এবং তাইওয়ান পুনরায় তাদের সীমানা খুলে দেওয়ার পর এয়ারলাইন্সটির চাহিদা আরও বেড়ে গেছে। যে কারণে প্রতিষ্ঠানটির মুনাফাও বেড়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on মে ২১, ২০২৪ 1:04 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

হামলা-অনাহারে গাজায় ঈদের আনন্দ ম্লান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের প্রতিটি মুসলিমের কাছেই সবচেয়ে আনন্দের দিন হলো ঈদ। তবে…

% দিন আগে

বাঁধাকপির উপর ছড়িয়ে দেওয়া হচ্ছে এগুলো কিসের গুঁড়ো? এটি রাসায়নিক?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পোশাক আশাকেই মোটামুটি বোঝা যাচ্ছে, যে জিনিসটি তিনি ছড়িয়ে দিচ্ছেন,…

% দিন আগে

কোনো গাছের দৃশ্য কখনও এমন হতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ১৬ জুন ২০২৪ খৃস্টাব্দ, ২ আষাঢ় ১৪৩১…

% দিন আগে

কোন খাবারে প্রোটিনের ঘাটতি পূরণ করেন ভিগানরা?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রাণিজ প্রোটিন খান না ভিগানরা। দুধ, দই, ঘি, মাখন সবকিছুই…

% দিন আগে

অ্যান্ড্রয়েডে গুগলের নতুন সব ফিচার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার…

% দিন আগে

জনপ্রিয় ক্রাইম-ড্রামা সিরিজ ‘মির্জাপুর থ্রি’ মুক্তির তারিখ প্রকাশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বহুদিন ধরেই ভক্তরা মুখিয়ে ছিলেন জনপ্রিয় ক্রাইম-ড্রামা সিরিজ ‘মির্জাপুর থ্রি’…

% দিন আগে