দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গ্লোবাল শীর্ষস্থানীয় স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল বাংলাদেশের বাজারে উন্মোচন করলো তাদের নতুন আরও একটি স্মার্টফোন আইটেল এস২৪।
ব্যবহারকারীদের সাশ্রয়ী দামে উচ্চমানের ইলেকট্রনিক পণ্য দেওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী এবার তারা তাদের সর্বশেষ উদ্ভাবন নতুন স্মার্টফোন আইটেল এস২৪ লঞ্চের ঘোষণা দিলো কক্সবাজারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে। প্রযুক্তিপ্রেমী স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, শক্তিশালী হেলিও জি৯১ প্রসেসর ও কালার চেঞ্জিং প্রযুক্তিসহ রয়েছে আরও ইনোভেটিভ ফিচার।
“আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা” ট্যাগলাইনে আসা আইটেল এস২৪ ব্যবহারকারীদের দেবে ক্রিস্টাল ক্লিয়ার ছবি যে কোনো সময়, যে কোনো জায়গায়। অসাধারণ ক্যামেরা পারফরম্যান্সের জন্য স্যামসাং এইচএম৬ আইসোসেল সেন্সরের কৃতিত্বও রয়েছে; যেখানে প্রথমবারের মতো ন্যানো পিক্সেল প্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়। এছাড়াও একসঙ্গে ৯টি পিক্সেল একত্র করা হয়েছে, এই সেন্সরটি কম আলোতে আরও বেশি আলো ধারণ করে ও রাতের দৃশ্যগুলোতে স্বচ্ছতা বাড়ায়, চ্যালেঞ্জিং পরিবেশে অসাধারণ সব ছবি এতে নিশ্চিত করবে। এছাড়াও, আইটেল এস২৪ স্মার্টফোনে আরও রয়েছে ৩ এক্স ইন-সেন্সর জুম, যার কারণে ব্যবহারকারীরা দূর থেকে ছবি-ভিডিও সহজেই ধারণ করতে পারবে। আইটেল এস২৪-এ রয়েছে সুপার পাওয়ার্ড মিডিয়াটেক’র হেলিও জি৯১ প্রসেসর, যা ডেইলি ব্যবহার, মাল্টি-টাস্কিং, ভিডিও ধারণ ও গেমিংয়ের জন্য দুর্দান্ত পারফরম্যান্সও প্রদান করবে। এই স্মার্টফোনে আরও রয়েছে ১২৮ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র্যাম (৮জিবির র্যাম +*৮ জিবি মেমরি ফিউশন)।
এই স্মার্টফোনটির আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হলো কালার চেঞ্জিং প্রযুক্তি যা রোদের আলো কিংবা ইউভি লাইটের সংস্পর্শে এলে ফোনটির কালার তখন চেইঞ্জ করবে। আইটেল এস২৪ দুটি রঙে বাজারে এসেছে একটি হলো ডাউন হোয়াইট ও অপরটি স্ট্যারি ব্ল্যাক এর মধ্যে ডাউন হোয়াইট ভ্যারিয়েন্ট কালার চেঞ্জিং প্রযুক্তিসহ। মাল্টিমিডিয়াতে ভালো অভিজ্ঞতা দিতে এই ফোনটিতে রয়েছে ডুয়াল ডিটিএস স্টেরিও স্পিকার পাশাপাশি ৯০ হার্জ ৬.৬ ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে। ৫০০০ এমএএইচ ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, এআই স্মার্ট চার্জ ও বাইপাস চার্জিং সুবিধাও রয়েছে। সিকিউরি সেকশনে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও ফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করতে রয়েছে এনএফসি সাপোর্টও।
দুর্দান্ত সব ফিচারের আইটেল এস২৪ স্মার্টফোনটির দাম মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। আইটেল এস২৪ লঞ্চ করা হয়েছে ও এটি বাংলাদেশের গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলেও আশা করা হচ্ছে।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on মে ২৫, ২০২৪ 2:47 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে বাংলাদেশের বাজারে বৈশ্বিকভাবে সাড়া ফেলে দেওয়া স্মার্টফোন, অনার এক্স৯সি,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ মানেই বিনোদন। আর এই বিনোদনের প্রধান মাধ্যম হলো সিনেমা।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আজ (শুক্রবার) মন্ত্রীসভার সদস্যদের নিয়ে শপথ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিয়ের আগে গায়েহলুদের অনুষ্ঠানে হবু পাত্র-পাত্রীকে ঘিরে ভিড় জমিয়েছেন নিমন্ত্রিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ২৯ ফাল্গুন ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব স্বাভাবিক একটি জিনিস আর তা হলো ঋতু পরিবর্তনের সময়…