Categories: বিনোদন

ফ্লপের দিকেই কী এগিয়ে যাচ্ছে কার্তিকের চান্দু চ্যাম্পিয়ন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বক্স অফিসে ছবির প্রথম সপ্তাহের আয়’ই বলে দেয়, ছবিটি কী হিট হবে নাকি ফ্লপ করবে! সেই হিসেবে সুবিধাজনক অবস্থানে নেই কার্তিক আরিয়ান অভিনীত ৮ দিন পূর্বে মুক্তি পাওয়া বলিউডের আলোচিত চলচ্চিত্র ‘চান্দু চ্যাম্পিয়ন’।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, বক্স অফিসে অনেকটা ধীর গতিতে চলছে ‘চান্দু চ্যাম্পিয়ন’। মুক্তির অষ্টম দিন ছিলো গত শুক্রবার (২১ জুন), এই ৮ দিনে ছবিটি বক্স অফিসে আয় করেছে প্রায় ৩৮ কোটি রুপির মতো। অথচ ছবিটির নির্মাণ ব্যয় প্রায় ১২০ কোটির মতো!

মহারাষ্ট্রের বাসিন্দা ভারতের প্রথম প্যারালিম্পিক গোল্ড মেডেলিস্ট মুরলিকান্ত পেটকারের জীবনের উপর নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। যেখানে কার্তিকের অভিনয় প্রশংসাও পেয়েছে বেশ। এই গল্পের ঘটনাটি বাস্তব, যা সিনেমার পর্দায় তুলে ধরেন পরিচালক কবীর খান।

Related Post

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ কার্তিক ছাড়াও আরও অভিনয় করেছেন ভুবন আরোরা, যশপাল শর্মা, অনিরুদ্ধ দাভে, বিজয় রাজ, পলক লালওয়ানি প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ জুন ‘চান্দু চ্যাম্পিয়ন’ চলচ্চিত্রটি ভারতের প্রায় ৩ হাজার ২ শ’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জুন ২৫, ২০২৪ 3:40 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

নতুন লুকে জিৎ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার নতুন লুকে ধরা দিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। কিছুদিন…

% দিন আগে

আদালত থেকেই কেজরিওয়ালকে গ্রেফতার করলো সিবিআই

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয়…

% দিন আগে

খাবার ও পাত্র দুই-ই নারকেল! গরমে এমন খাবার বাড়িতেও বানিয়ে নেওয়া যায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই গরমের মধ্যে একমাত্র আইসক্রিমই পারে এক ধাক্কায় ঠাণ্ডা আমেজ…

% দিন আগে

নদীর পানি যখন ডাঙ্গায় উঠে আসে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ খৃস্টাব্দ, ১৩ আষাঢ় ১৪৩১…

% দিন আগে

এসিতে সারাক্ষণ বসে থাকার অভ্যাসে ত্বকে কী ধরনের ক্ষতি হচ্ছে জানেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের মধ্যে অনেকেই হয়তো জানেনই না যে, দীর্ঘক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত…

% দিন আগে

ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং এসএমই ফাউন্ডেশনের অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের মাধ্যমে সিএমএসএমই (কুটির শিল্প, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র…

% দিন আগে