আদালত থেকেই কেজরিওয়ালকে গ্রেফতার করলো সিবিআই

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দিল্লির আদালত হতেই সিবিআই তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। ইতিপূর্বে এই একই মামলায় তাকে গ্রেফতার করেছিল ইডি।

মঙ্গলবার দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরই তিহাড়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের দল। এই সময় তার বয়ানও নথিভুক্ত করা হয়। গতকাল (বুধবার) তাকে আদালতে হাজির করানোর অনুমতিও পায় সিবিআই।

সেই অনুযায়ী, গতকাল (বুধবার) দিল্লির ট্রায়াল কোর্টে আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক কেজরিওয়ালকে হাজির করে তিহাড় কর্তৃপক্ষ। দুই পক্ষই এই সময় বিশেষ বিচারক অমিতাভ রাওয়াতের সামনে নিজেদের বক্তব্য পেশ করেন। সেখানেই সিবিআই কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে।

Related Post

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির আইনজীবী আদালতে জানান, আবগারি মামলার তদন্তের অগ্রগতির জন্য কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তাই তাকে সিবিআই নিজেদের হেফাজতে নিতে চাইছে। যদিও কেজরিওয়াল দাবি করেছেন যে, তাকে কোনো নোটিস ছাড়া জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেইসঙ্গে সিবিআইয়ের আবেদনের বিরোধিতাও করেন দিল্লির এই মুখ্যমন্ত্রী।

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। তারপর কয়েক দফা ইডির হেফাজত শেষে তাকে তিহাড় কারাগারে পাঠিয়ে দেন বিচারক। গত বৃহস্পতিবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তার জামিন মঞ্জুর করে। তবে শুক্রবার সকালেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে ইডি। পরবর্তীতে কেজরিওয়ালের এই জামিন স্থগিত রাখে দিল্লি হাইকোর্ট।

শুক্রবার জরুরি ভিত্তিতে ইডির মামলা শোনেন হাইকোর্ট। তবে শুনানি শেষে রায় স্থগিত করা হয়। মঙ্গলবার ওই মামলার শুনানিও ছিল। শুনানিতে রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির হাই কোর্ট। তারপরই সুপ্রিম কোর্টে যান কেজরিওয়াল।

নিম্ন আদালত যখন সিবিআই হেফাজতের নির্দেশ দেয় তখন শীর্ষ আদালতে কেজরিওয়ালের মামলার শুনানি শুরু হয়। শুনানির শুরুতেই বিচারপতি সুধীরকুমার জৈন ও বিচারপতি রবীন্দ্র দুদেজার অবকাশকালীন বেঞ্চের সামনে দিল্লি হাই কোর্টের মঙ্গলবারের নির্দেশের কথা উল্লেখ করেন। এরপরই কেজরিওয়ালকে তার পুরোনো আবেদন তুলে নিয়ে নতুনভাবে আবেদন করার অনুমতি দেয় শীর্ষ আদালত।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জুন ২৬, ২০২৪ 5:32 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন মিশেল ওবামা: বাইডেন বাদ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে প্রার্থী তালিকায় নাম শোনা গেছে…

% দিন আগে

টি-২০ বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফাইনাল খেলা হলো ঠিক ফাইনালের মতোই। এক শ্বাসরুদ্ধকর ম্যাচ যাকে…

% দিন আগে

বাবা-মায়ের পাশে স্কুটারের পা রাখার জায়গায় কোনও রকমে দাঁড়িয়ে এক শিশু! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্কুটারটি চালাচ্ছেন বাবা। আর পিছনের আসনে বসে রয়েছেন মা। তবে…

% দিন আগে

আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ রবিবার (৩০ জুন) এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।…

% দিন আগে

এক নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৩০ জুন ২০২৪ খৃস্টাব্দ, ১৬ আষাঢ় ১৪৩১…

% দিন আগে

যে সব্জিগুলো ঘুরিয়ে-ফিরিয়ে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলে বশে থাকতে পারে ওজন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওজন কমাতে আমরা কতো কিইনা করি। তবে ওজন কমাতে শরীরচর্চার…

% দিন আগে