যেভাবে মেটার এআই চ্যাটবট ফেসবুকে সাহায্য করবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যে দখল করে আছে পুরো জায়গা। বিশ্বের অন্যতম জনপ্রিয় এআই চ্যাটবট হলো এই চ্যাটজিপিটি। মাইক্রোসফটের এই চ্যাটবটের সঙ্গে পাল্লা দিয়ে অন্যরাও চ্যাটবট নিয়ে এসেছে।

মেটা অনেকদিন পূর্বেই তাদের নিজস্ব এআই চ্যাটবট আনে। মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে ইতিমধ্যে যুক্ত হয়েছে এই এআই। এললামা ৩ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে তৈরি হয়েছে এই চ্যাটবট। মেটার নতুন এআই রোবটের মাধ্যমে নানা টাস্ক করতে পারবেন ব্যবহারকারীরা। চ্যাটজিপিটি, জেমিনি ও কোপাইলটের মতোই জবাব দেবে মেটা এআই চ্যাটবট।

মেটার এআই দিয়ে কীভাবে ও কী কী কাজ করতে পারবেন—

Related Post

নির্দিষ্ট কোনো রেস্তোরাঁ খুঁজে দেওয়া
ট্রিপ প্ল্যানিং
হোমওয়ার্ক করে দেওয়া

এছাড়াও একাধিক কাজ করা যাবে এই চ্যাটবট দিয়ে। সেইসঙ্গে মেসেজ, ই-মেইল, রেজুমি, নিবন্ধ ইত্যাদি তৈরি করার ক্ষেত্রেও সাহায্য নিতে পারেন এই মেটা এআই চ্যাটবটের। তাছাড়াও এআই ছবি তৈরি করা খবরের সংক্ষিপ্ত বর্ণনা জানা ও ব্যবসার জন্য নতুন আইডিয়া জেনারেট করার মতো টাস্কও করা যাবে।

অবশ্য অনেকেই ভাবছেন এইসব কাজ তো অন্যান্য চ্যাটবটও করে থাকে। তাহলে এই চ্যাটবটের বিশেষত্বই বা কী? সংস্থার দাবি হলো, মেটা এআই চ্যাটবট ইউজারের দৈনন্দিন জীবনে যোগ হতে যাচ্ছে। কারণ সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপই সবচেয়ে বেশি ব্যবহার করে মোবাইল ব্যবহারকারীরা। সেখানেই যোগ হবে চ্যাটবট অর্থাৎ আপনাকে আলাদা করে কোথাও যেতেই হবে না। চ্যাটজিপিটির ক্ষেত্রে অবশ্য বিষয়টা কিছুটা পৃথক। সেজন্য আপনাকে ই-মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয় ও পৃথক অ্যাপ এবং ওয়েব ভিজিট করতে হয়। ফেসবুকে এই এআই চ্যাটবট যেভাবে ব্যবহার করবেন— ফেসবুকে সার্চ অপশনে তখন ভিজিট করতে হবে। আর সেখানেই থাকবে ‘আস্ক মেটা এআই এনিথিং’ অপশন। এতে ট্যাপ করলে খুলে যাবে চ্যাটবট।

ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারেও সার্চ অপশনেও আসতে পারে এআই চ্যাটবট। ধরুন, আপনি মেসেঞ্জারে কাওকে অভিনব কিছু পাঠাতে চাইছেন অথবা ফেসবুকে এআই ছবি পোস্ট করতে চান, সেইক্ষেত্রে আপনি সাহায্য নিতে পারেন মেটা এআই চ্যাটবটের।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জুলাই ১, ২০২৪ 10:16 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

শরীরে ভিটামিন সি’র অভাব হলে কী হতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেকেই জানি ভিটামিন সি শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি…

% দিন আগে

ছোটাছুটিতে শিশু ঘেমে গেলে কীভাবে পানির ঘাটতি পূরণ হবে শরীরে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিশুরা সারাদিন দৌড়ঝাপ করে সেটিই স্বাভাবিক। তবে পানি খেতে না…

% দিন আগে

দেশের বাজারে এলো মনস্টার ‘এম’ সিরিজের সর্বশেষ সংযোজন স্যামসাং গ্যালাক্সি এম১৪ এলটিই

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে নিজেদের মনস্টার ‘এম’ সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সি এম১৪…

% দিন আগে

বুবলীকে নিয়ে আবারও অপুর বিস্ফোরক মন্তব্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নায়ক শাকিব খানকে নিয়ে নায়িকা অপু বিশ্বাস এবং বুবলীর কোন্দল…

% দিন আগে

নির্বাচন থেকে সরে যাওয়ার গুঞ্জন নাকচ করলেন বাইডেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর যে…

% দিন আগে

আমেরিকায় স্কলারশিপের জন্য জীবিত বাবাকে মৃত বানিয়েছেন এক শিক্ষার্থী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে জাল নথি ব্যবহারের অভিযোগে…

% দিন আগে