দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফাইনাল খেলা হলো ঠিক ফাইনালের মতোই। এক শ্বাসরুদ্ধকর ম্যাচ যাকে বলে। কোন দল জিতবে তা বোঝা যাচ্ছিল না। তবে শেষ হাসি হাসলো ভারতবাসী। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারত। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি শিরোপা নিলো ভারত।
ভারতের করা ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত আউটসুইংয়েও রেজা হেনড্রিকসকে বোল্ড করেন জসপ্রিত বুমরাহ। ওয়ানডাউনে নেমে অর্শদীপ সিংয়ের স্লোয়ারে ঠিক পেছনে ক্যাচ দেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। পরে কুইন্টন ডি ককের সঙ্গে করে দলের হাল ধরেন ত্রিস্তান স্টাবস। তাতে চাপও কাটিয়ে ওঠে প্রোটিয়ারা। ঠিক সেই মুহূর্তে বিদায় নিলো স্টাবস। তিনি করেছিলেন ৩১ রান।
তাতেও রানের গতি ঠিক ছিলো। তারপর দলকে আরও এগিয়ে নেন হেনরিক ক্লাসেন। ক্রিজে এসে রীতিমতো ঝড় তোলেন তিনি। এতে বনবন করে ঘুরতে থাকে দক্ষিণ আফ্রিকার রানের চাকা। এই অবস্থায় ভুল শট খেলার পর অর্শদীপের বলে পাভিলিয়নের পথ ধরেন ডি কক। ফেরার আগে ৪ চার এবং ১ ছক্কায় ৩১ বলে ৩৯ রান করেন তিনি।
তারপরও তাণ্ডব চালাতে থাকেন ক্লাসেন। ইতিমধ্যে ফিফটি তোলেন তিনি। যে কারণে জয়ের সুবাস পেতে থাকে প্রোটিয়ারা। এমন অবস্থায় হার্দিক পান্ডিয়ার শিকার হন ক্লাসেন। তার আগে ২৭ বলে ৫ ছক্কার বিপরীতে ২ চারে ৫২ রানের দানবীয় ইনিংস খেলে ফেলেন তিনি। সেই রেশ না কাটতেই জানসেনকে ফিরিয়ে দিলেন বুমরাহ।
এরপর ম্যাচ সুতোয় ঝুলে যায়। কোন দল জিতবে তা বলা প্রায় মুশকিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে শেষমেষ দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারায় ভারত। দলের হয়ে পান্ডিয়া তুলে নেন ৩টি উইকেট। অর্শদীপ ও বুমরাহ লাভ করেন ২টি করে উইকেট।
This post was last modified on জুন ৩০, ২০২৪ 11:09 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…