ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা সম্পর্কে যা বললো রাশিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় এবার নিজেদের অবস্থান পরিষ্কার করলো রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ রবিবার সংবাদ সম্মেলন করে বলেন, ট্রাম্পকে সরিয়ে দেওয়া এবং হত্যা চেষ্টার সঙ্গে বর্তমান মার্কিন প্রশাসনের হাত নেই বলেই আমরা মনে করি। তবে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে ঘিরে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, যা নিয়ে আমেরিকানরাও বিভক্ত হয়ে পড়েছে, তাতে বর্তমান প্রশাসনেরও ইন্ধন ছিল।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন হতে সরিয়ে দিতে সব আইনি কলাকৌশল ব্যবহার করা হয়। আদালত, প্রসিকিউটর, রাজনৈতিকভাবেই মর্যাদাহানির পর বাইরের সবার কাছে এটা মনে হওয়ার কথা যে, তার জীবন সংকটে রয়েছে।

Related Post

মুখপাত্র দিমিত্রি পেসকোভ আরও বলেন, ট্রাম্পের ওপর গুলির ঘটনায় ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন করার কোনো রকম পরিকল্পনা নেই।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনি প্রচারের সমাবেশে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। মঞ্চে বক্তব্য রাখার সময় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিতে ডোনাল্ড ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায় যে, ওই গুলির শব্দের পরপরই নিরাপত্তারক্ষীরা চারপাশ থেকে ট্রাম্পকে ঘিরে ধরেন। ডোনাল্ড ট্রাম্প যখন উঠে দাঁড়ান তখন তার কান থেকে গালের পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়তেও দেখা যায়। এই সময় বন্দুকধারীর গুলিতে এক রিপাবলিকান সমর্থকও মারা গেছেন ও গুরুতর আহত হন আরও দুজন। পরে এক গোয়েন্দা কর্মকর্তার গুলিতে হামলাকারীও নিহত হয়। এফবিআই জানিয়েছে যে, ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলিবর্ষণকারীর নাম টমাস ম্যাথিউ ক্রুকস (২০)।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জুলাই ১৫, ২০২৪ 10:43 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

প্রোটিন খেলেই হজমের সমস্যা হলে কোন নিয়ম মানলে সমাধান পাবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শরীরের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া যেমন জরুরি, তেমনি খাবারের পুষ্টিগুণ…

% দিন আগে

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের চমক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বজুড়ে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মেটার হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের মেসেঞ্জার…

% দিন আগে

ছোট মাছ খেলেই ভালো থাকবে হার্ট-লিভার: বাড়বে চোখের জ্যোতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছের যে কতো উপকারিতা রয়েছে, তা কখনও বলে শেষ…

% দিন আগে

এবার ‘ভাতের হোটেল’ নিয়ে সিনেমা নির্মিত হবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরই আলোচিত ইস্যু নিয়ে একের পর…

% দিন আগে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যা ও সহিংসতা সম্পর্কে জাতিসংঘ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ছাত্র-জনতার…

% দিন আগে

৫ হাজার বছরের পুরোনো রাণীর সমাধিতে পাওয়া গেলো ‘তরল সোনা’!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ৫ হাজার বছরের পুরোনো মদ উদ্ধার করা হয়েছে! তবে…

% দিন আগে