দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, রেস্তোরাঁয় টেবিলে রাখা প্লেট থেকে এক খণ্ড মাংস নড়েচড়ে বেরিয়ে আসছে প্লেটের বাইরে! ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠলো নেটিজেনরা!
প্লেটে রাখা হয়েছে কাঁচা মাংস। হঠাৎ করেই গুটিগুটি করে হাঁটা দিলো সেই মাংস! একটি রেস্তোরাঁয় খেতে আসা লোকজন এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কার্যত ভয়ে বিস্ময়ে হতবাক হয়ে পড়েন। মাংসের টুকরো, না কোনও ‘জম্বি’ ভর করেছে এতে!
সম্প্রতি নেটমাধ্যমে একটি পুরনো ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রেস্তোরাঁয় টেবিলে রাখা প্লেট থেকে এক খণ্ড মাংস নড়েচড়ে বেরিয়ে আসছে প্লেটের বাইরে! ভূতুড়ে এই ঘটনা দেখে রেস্তোরাঁয় উপস্থিত গ্রাহকরা রীতিমতো আতঙ্কে চিৎকার করে উঠছেন এমনটা শোনা গিয়েছে ওই ভিডিওতে। ভাইরাল ভিডিওটি নেটমাধ্যম এক্সে পোস্ট করেছেন ফ্লোরিডার জনৈক তরুণী রি ফিলিপস। যদিও সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
তাহলে ঠিক কী ঘটেছে? রেস্তোরাঁয় কি অস্বাভাবিক কিছু ঘটেছিল? না, তেমন কোনও ভৌতিক কাণ্ড নেই এই ঘটনাটির পিছনে। সদ্য কাটা মাংসের টুকরোতে লবণ পড়তেই মাংসের পেশিগুলো সংকুচিত হয়ে পড়ে। হয়তো সে কারণেই সেটি নড়তে শুরু করে। ভিডিওটি কোন রেস্তোরাঁয় তোলা হয়েছে তা অবশ্য জানানো হয়নি। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।
এক্স এর এই ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on সেপ্টেম্বর ৮, ২০২৪ 12:17 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেরই দুধ, ফল, সব্জি সবই থাকে খাবারের তালিকায়। তবুও ক্যালশিয়ামের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে বাংলাদেশের বাজারে বৈশ্বিকভাবে সাড়া ফেলে দেওয়া স্মার্টফোন, অনার এক্স৯সি,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ মানেই বিনোদন। আর এই বিনোদনের প্রধান মাধ্যম হলো সিনেমা।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আজ (শুক্রবার) মন্ত্রীসভার সদস্যদের নিয়ে শপথ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিয়ের আগে গায়েহলুদের অনুষ্ঠানে হবু পাত্র-পাত্রীকে ঘিরে ভিড় জমিয়েছেন নিমন্ত্রিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ২৯ ফাল্গুন ১৪৩১…