ইলিয়াস আলী নিখোঁজ ॥ আজ আলটিমেটামের শেষ দিন

ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আজ ২৮ এপ্রিল শেষ হচ্ছে বিএনপির দেয়া আলটিমেটাম। এর মধ্যে যদি ইলিয়াস আলী ও তার গাড়ির ড্রাইভারকে না পাওয়া যায় তাহলে দেশব্যাপী শুরু হবে হরতাল-ধর্মঘট। বিদ্যুৎ সমস্যার কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এমনিতেই নাজুক। তারওপর হরতাল-ধর্মঘটে দেশ একেবারেই অচল হয়ে পড়বে।

১৭ এপ্রিল রাতে নিখোঁজ হন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ও তার ড্রাইভার। এ ঘটনার পরদিন ১৮ এপ্রিল থেকেই বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো ক্ষোভে ফেটে ওঠে। সারাদেশে ওইদিন বিএনপি বিক্ষোভ মিছিল করে। পরদিন বৃহস্পতিবার ১৯ এপ্রিল সিলেট বিভাগের ৪ জেলায় পালিত হয় সকাল-সন্ধ্যা হরতাল। এরপরও যখন ইলিয়াস আলীর কোন খোঁজ না পেয়ে ২২ এপ্রিল ডাকা হয় দেশব্যাপী হরতাল। এরপর এই হরতাল আরও দুই দিন করা হয়। ২৩ ও ২৪ এপ্রিল সারাদেশে হরতাল পালিত হয়। এরপর ২৪ এপ্রিল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে সরকারকে ৪ দিনের আলটিমেটাম দেন। যা আজ ২৮ এপ্রিল শেষ হচ্ছে। সেদিনই জানানো হয় ২৮ এপ্রিলের মধ্যে জীবিত ইলিয়াস আলী ও তার ড্রাইভারকে উদ্ধার করতে সরকার ব্যর্থ হলে ২৯ তারিখ থেকে কঠোর আন্দোলনে যাবে বিএনপি তথা তাদের শরীক দলগুলো।

জামায়াতে ইসলামী নীরব কেনো?

বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় জামায়াতে ইসলামী বাংলাদেশ তেমন একটা প্রতিক্রিয়া জানাচ্ছে না কেনো? এমন প্রশ্ন করেছেন সাধারণ জনগণ। সামপ্রতিক সময়ের এই ঘটনাগুলো জামায়াতে ইসলামী কি দৃষ্টিতে দেখছেন এমন প্রশ্ন করা হয় জামায়াতে ইসলামীর এক নেতাকে। তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বলেন, বিএনপির সব আন্দোলনের সঙ্গে জামায়াতে ইসলামী আছে এবং থাকবে। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, যতটুকু করার দরকার আমরা করেছি। জামায়াতে ইসলামীর এতো নীরব ভাবটা অনেকেই ভালো দেখছেন না এ প্রশ্নের জবাবে ওই নেতা বলেন, আমাদের দোষ ঘাটে ঘাটে। তাই চুপচাপ থাকাটাকেই আমরা ভালো মনে করছি।

কিন্তু আসলে কি তাই? জামায়াতে ইসলামী কেনো এতো নীরব। এ প্রশ্নের জবাব খুঁজতে আমরা আলাপ করি সাধারণ জনগণের সঙ্গে। অনেকের ধারণা জামায়াতে ইসলামী নিশ্চয়ই কোনো না কোনো ফন্দিফিকির আটছেন। আবার অনেকেই মনে করেন, এমনিতেই তাদের যুদ্ধাপরাধীর বিচার চলছে, এই অবস্থায় তারা বেশি নড়াচড়া করলে তাদের ক্ষতি হবে এ কারণেই হয়তো তারা ঘাপটি মেরে আছে। আসলে প্রকৃত ঘটনা কি তা সময় হলেই জানা যাবে।

পরবর্তী কর্মসূচি নিয়ে বিএনপি ও সরকার টেনশনে

পরবর্তী আন্দোলনের কি কর্মসূচি হবে তা নিয়ে বিএনপি ও সরকার উভয়ই টেনশনে রয়েছে। কারণ জানমালের নিরাপত্তা রক্ষা করা সরকারের দায়িত্ব। আর সে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক রক্তারক্তির ঘটনা ঘটে থাকে। সেটি সরকারের জন্য সুখকর নয়। আবার আন্দোলনরত বিএনপির জন্যও এটি একটি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। মানুষ এমনিতেই অর্থনৈতিক মন্দাবস্থায় দিশেহারা তারওপর হরতাল-ধর্মঘট। এক কথায় মানুষ হরতালের বিরুদ্ধে। আর তাইতো বিএনপিও এ বিষয়টি নিয়ে বেশ চিন্তিত। কারণ এক দিন দুই দিন বিষয় নয়। যদি টানা হরতাল করতে হয়, তাহলে সে হরতাল কতখানি সফল হবে তা নিয়ে চিন্তিত বিএনপি।

Related Post

গোয়েন্দারা ইলিয়াস নিখোঁজ রহস্যে এখনও কিনারা পাইনি

বিএনপি নেতা ইলিয়াস আলী অপহরণ রহস্যের জট খুব শিগগিরই খুলছে না। বরং দিন দিন জটিল হচ্ছে ও গুজব আরও বাড়ছে। সময় যত গড়াচ্ছে গুজবের ডালপালা ততই বাড়ছে। তদন্তকারী কর্মকর্তারা এ পর্যন্ত যা বলেছেন, তার অর্থ অন্ধকারে হাতড়ে বেড়ানোর মতো। আশ্বস্ত হওয়ার মতো সুনির্দিষ্ট কোন তথ্য তারা দিতে পারেননি। এ ঘটনায় গোয়েন্দারা এখনও কোন কূলকিনারা করতে পারেননি। তারা অন্ধকারে রয়ে গেছেন। বরং অনেকের মতে, ইলিয়াস আলীর ভাগ্য সরকার ও বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দোষারোপ করছে। প্রথমদিকে বিএনপির বেশির ভাগ নেতা আশাবাদী ছিলেন ইলিয়াস আলী বেঁচে আছেন। কিন্তু এখন অনেকেই সন্দিহান হয়ে উঠেছেন। আস্তে আস্তে তারা আশা ছেড়ে দিচ্ছেন। উল্টো সংবাদ মাধ্যম অফিসগুলোতে ফোন করে তারা জানতে চাইছেন ইলিয়াস আলী বেঁচে আছেন কিনা। গোয়েন্দা সংস্থা নাকি সন্ত্রাসী গ্রুপ ইলিয়াস আলীকে অপহরণ করেছে তা ১০ দিনেও পরিষ্কার না হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে জনমনেও। অজানা আশঙ্কায় তাদের মধ্যে শঙ্কাও বেড়েছে। পাশাপাশি ছড়িয়ে পড়ছে নানা আলোচনা ও গুঞ্জন। কোন ক্ল্যু খুঁজে না পাওয়ায় ইলিয়াস আলী আদৌ বেঁচে আছেন কিনা এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তবে বৃহস্পতিবার ২৬ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আশরাফুল ইসলাম বিএনপি নেতা ইলিয়াস আলীকে জীবিত উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানানোর পর অনেকের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, বিএনপি নেতা ইলিয়াস আলীর খোঁজ পেতে ইতিমধ্যেই বিএনপিদলীয় দুই সংসদ সদস্যসহ প্রায় ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব। অর্ধশতাধিক সন্দেহভাজন ব্যক্তির মোবাইল এবং ল্যান্ডফোনে আড়িপাতা ছাড়াও তাদের গতিবিধি মনিটরিং করা হচ্ছে। ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য ইতিমধ্যেই র‌্যাব ও পুলিশ দেশের কমপক্ষে ২৫টি স্থানে অভিযান চালিয়েছে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি নেতা ইলিয়াস আলীর কোন সন্ধান পাওয়া যায়নি।

This post was last modified on এপ্রিল ২৮, ২০১২ 9:51 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

View Comments

Recent Posts

ঘড়ির কাঁটা ধরে খাবার খাওয়াটা জরুরি: কোন খাবার কখন খেলে পাবেন সুফল?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘড়ির কাঁটা ধরে খাওয়ার বিষয়টি সম্পর্কে পুষ্টিবিদরা জানিয়েছেন, শুধু ডায়েট…

% দিন আগে

এবার চীনও ইলন মাস্কের স্টারলিংকের আদলে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে পুরো বিশ্বই প্রযুক্তির উৎকর্ষে আবর্তিত হচ্ছে। বিশেষ করে স্যাটেলাইট…

% দিন আগে

‘ওম্যান অব দ্য ইয়ার’ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ওম্যান অব দ্য ইয়ার’ এবার ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য…

% দিন আগে

ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু…

% দিন আগে

ট্রেনের দরজায় ঝুলে কেরামতি: রিল বানাতে গিয়ে লোহার স্তম্ভে বাড়ি খেলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলন্ত ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। পাদানিতে দাঁড়িয়ে ট্রেনের…

% দিন আগে

এই খাড়া পাহাড়গুলো দেখতে কেমন লাগছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ আশ্বিন ১৪৩১…

% দিন আগে