Categories: বিনোদন

বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন পিছু ছাড়ছে না সৃজিত-মিথিলার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমে। আর সেটি হলো ওপার বাংলার নির্মাতা সৃজিত এবং এপার বাংলা অভিনেত্রী মিথিলাকে নিয়ে। বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন যেনো পিছুই ছাড়ছে না।

অনেকেই মনে করেন, দূরত্ব ভালোবাসা আরও বাড়ায়। আবার কেও কেও এও বলেন, দূরত্ব নাকি বিচ্ছেদের বাহানা তৈরি করে। গুঞ্জন উঠেছে যে, এমনটিই নাকি হতে যাচ্ছে মিথিলা-সৃজিতের ক্ষেত্রেও।

গত ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। এদিন সোশ্যাল মিডিয়ায় নানাজনের শুভেচ্ছায় সিক্ত হন সৃজিত। তবে শুভেচ্ছা জানাননি স্ত্রী মিথিলা। আর যায় কোথায়! চারিদিকে ছড়িয়ে পড়ে তাদের সম্পর্ক অবনতির খবর। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্যটি।

Related Post

দূরত্বই নাকি দূরে ঠেলে দিচ্ছে সৃজিত-মিথিলাকে। অনেকদিন ধরেই চলছে এই গুঞ্জনটি। কেনোনা কাজের সূত্রে কখনও আফ্রিকার তানজানিয়া, আবার কখনও ইউরোপে থাকেন মিথিলা। সময়-সুযোগ পেলে খুব স্বল্প দিনের জন্য ফেরেন কলকাতায়। যে কারণে কাছাকাছি থাকা হচ্ছে না তাদের। তাই নাকি মানসিকভাবেও দূরে সরে যাচ্ছেন এই দম্পতি। সে কারণেই হাঁটতে চাইছেন বিচ্ছেদের পথেই?

সংবাদ মাধ্যমগুলোতে এর আগেও একাধিকবার সৃজিত-মিথিলার বিচ্ছেদ গুঞ্জন ছড়িয়েছে। দু’জনেই তা গুজব বলেও জানিয়েছেন। এবার অবশ্য এখন পর্যন্ত রাও করেননি কেও। যে কারণে নেটিজেনদের উশখুশ যেনো থামছেই না।

উল্লেখ্য, মিথিলার প্রথম স্বামী বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। তারা বিয়ে করেন ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ ঘটে ২০১৭ সালের জুলাই মাসে। তারপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজীকে বিয়ে করেন মিথিলা।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on সেপ্টেম্বর ২৯, ২০২৪ 11:21 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

বাংলাদেশিদের ভিসা সম্পর্কে অবস্থান স্পষ্ট করলো ভারত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বাংলাদেশে বন্ধ রয়েছে ভারতীয় ভিসা…

% দিন আগে

পাতালে প্রবেশ করা এক ট্রাকের ভিডিও দেখে আঁতকে উঠলো নেটিজেনরা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাঝে-মধ্যে কিছু ঘটনা মানুষকে স্তম্ভিত করে। এবার এমনই একটি ঘটনা…

% দিন আগে

পাক-কাদার মধ্যে মাছ ধরা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৫ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

লাউ নাকি চালকুমড়া, দেহের বাড়তি মেদ ঝরাতে কোন সব্জির রস সবচেয়ে বেশি কার্যকরী?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিগুণের দিক থেকে লাউ ও চালকুমড়া দু’টি সব্জিই খুবই ভালো।…

% দিন আগে

২ অক্টোবর বছরের শেষ বিরল সূর্যগ্রহণ: দেখা যাবে যেসব দেশ হতে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ দেখা যাবে ২ অক্টোবর।…

% দিন আগে

রায়হান রাফীর থ্রিলার ওয়েব ফিল্ম ‘মায়া’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর…

% দিন আগে