Categories: বিনোদন

নতুন মৌলিক গান শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছেন লিজা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। বিয়ে পরবর্তী কন্যা সন্তানের মা হওয়ার কারণে দীর্ঘদিন স্টেজ শো কিংবা গান প্রকাশ থেকেও দূরে ছিলেন তিনি। এবার তিনি জানিয়েছেন, নতুন মৌলিক গান শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছেন।

কয়েকমাস পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর আবারও গানের ভুবনে ব্যস্ত হয়ে উঠেছেন সংগীত শিল্পী লিজা। নিজের কণ্ঠে মৌলিক গান প্রকাশেও মনোযোগী হয়েছেন তিনি। নতুন মৌলিক গান শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছেন লিজা। তার নতুন গানের শিরোনাম ‘তুমি এলে’।

এই গানটি লিখেছেন নূরুল ইসলাম মানিক আর সুর করেছেন ফয়সাল আহমেদ, সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। লিজা জানিয়েছেন, তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লিজা’তে এই গানটি প্রকাশ পাবে।

Related Post

ইতিমধ্যেই লিজার দীর্ঘদিনের একটা স্বপ্নও পূরণ হচ্ছে। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক নকীব খানের সুরে লিজার একটি গান গাওয়ার ইচ্ছে ছিল দীর্ঘদিনের। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হলো।

ড. শোয়েব আহমেদ’র লেখা ‘পূর্ণিমা চাঁদ’ শিরোনামে একটি গানের সুর করেছেন নকীব খান। যে গানটির সঙ্গীতায়োজন করেন ফোয়াদ নাসের বাবু। এই গানটিতে কণ্ঠ দিয়েই লিজার স্বপ্ন পূরণ হলো। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। ইতিমধ্যেই গানটি লিজার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিতও হয়েছে।

গানটি সম্পর্কে লিজা বলেছেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল নকীব খান স্যারের সুরে একটি গান করা। এই গানটি গাওয়ার মধ্যদিয়ে আমার সেই স্বপ্ন পূরণ হলো। ধন্যবাদ গানটির গীতিকার’সহ শ্রদ্ধেয় ফোয়াদ নাসের বাবু স্যারকেও। সবার সম্মিলিত প্রয়াসে এই গান শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া হলো। গানটি প্রকাশের পর আমি বেশ সাড়াও পাচ্ছি।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on অক্টোবর ৬, ২০২৪ 10:31 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

কন্যার বিয়েতে শুধুমাত্র একটি খাম উপহার! ওই খামে কী ছিলো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেখা যাচ্ছে কনের মা নবদম্পতির হাতে তুলে দিচ্ছেন একটি খাম।…

% দিন আগে

গাছের ডাল ও পাতায় বানানো খেলনা দোকান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১২ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ২৭ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

ভাজাভুজি খাবার থেকে সন্তানের মুখ ফেরাতে কয়েকটি টিপস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে দেখা যাচ্ছে শৈশবকালীন স্থূলতা বাড়ছে। আর এর অন্যতম…

% দিন আগে

গিগাবাইটের নতুন দুই এআই মাদারবোর্ড এখন বাজারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর গিগাবাইটের অরাস এক্স৮৭০ এবং এক্স৮৭০ই মডেলের…

% দিন আগে

এলিটার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি হাসির বন্যা’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন সংগীত শিল্পী এলিটা করিম।…

% দিন আগে

হুডখোলা জিপে রিল বানাতে ব্যস্ত মন্ত্রী-পুত্র! পাহারায় পুলিশ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যে একটি…

% দিন আগে