ভারত ৪০ কোটি ডলার দিচ্ছে মালদ্বীপকে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারত সফর করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শীতল হওয়া সম্পর্ককে আগের জায়গায় ফেরানোর আলোচনার মধ্যেই এবার দিল্লি সফর করছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

গতকাল (সোমবার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের পর আর্থিক সংকটে থাকা মালদ্বীপকে ৪০ কোটি ডলার অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিলো ভারত সরকার।

ওই বৈঠকের পর দু’দেশের মধ্যে ‘সমন্বিত অর্থনৈতিক এবং সমুদ্র নিরাপত্তা অংশীদারত্বের অভিষ্ট’ ঘোষণা করেছে এই দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ।

Related Post

দুই সরকারপ্রধানের বৈঠকের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ৪০ কোটি ডলারের সহায়তা এবং ৩ হাজার কোটি রুপির দ্বিপক্ষীয় ‘কারেন্সি সোয়াপ’ এগ্রিমেন্টের চুক্তির জন্য ভারত সরকারকে সাধুবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু; যা মালদ্বীপের চলমান আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখবে।

আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলায় মালদ্বীপকে সহযোগিতার বিষয়ে আরও কী কী পদক্ষেপ নেওয়া যায়, সেই বিষয়েও দুই নেতা একমত হয়েছেন।

ইতিপূর্বে মে ও সেপ্টেম্বর মাসে মালদ্বীপকে ট্রেজারি বিলে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) ১০ কোটি ডলারের সহায়তার জন্যও ভারতকে ধন্যবাদ জানান মুইজ্জু।

মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে মুইজ্জু দায়িত্ব গ্রহণ করেন গত বছরের নভেম্বর মাসে। নির্বাচনি প্রচারে জনগণের কাছে মুইজ্জুর মূল অঙ্গীকার ছিল- ‘ভারত হটাও’ নীতি। মূলত মালদ্বীপের ওপর ভারতের প্রভাব কমানওই ছিল এর লক্ষ্য।

সে কারণে মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হতেই দুই দেশের মধ্যে টানাপড়েন চলে আসছিল।

চীনপন্থি হিসাবে পরিচিত মুইজ্জু ক্ষমতায় আসার পরই বেইজিংয়েও গিয়েছিলেন। তার সরকার ক্ষমতায় আসার পর হতে একাধিক ‘বিতর্ক’ও তৈরি হয়, যার প্রভাব পড়ে ভারতের সঙ্গে সম্পর্কের মধ্যে।

এরমধ্যে ঋণখেলাপি হওয়ার শঙ্কায় পড়েছে মালদ্বীপ। সেপ্টেম্বর মাসে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪৪ কোটি মার্কিন ডলারে নেমে এসেছে। এই অর্থ দিয়ে দেশটির মাত্র দেড় মাসের আমদানির খরচ মেটানো সম্ভব হবে।

ভারতের প্রধানমন্ত্রী মোদির লাক্ষাদ্বীপ সফরের ছবি নিয়ে মুইজ্জুর মন্ত্রীদের ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগ ওঠার পর হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মালদ্বীপ বয়কট’-এর ডাকও ওঠে। বলিউডের বহু তারকাও সমর্থন দেন তাতে।

ওই সময় মালদ্বীপের অসংখ্য টিকেটও বাতিল করেন ভারতীয় পর্যটকরা। মালদ্বীপের অর্থনীতির অন্যতম ভিতই হলো পর্যটন। ভারতীয় পর্যটকরা মুখ ফেরাতে শুরু করায় বেশ সমস্যায় পড়ে মালদ্বীপ। এরমধ্যে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়ারও নির্দেশ দেন মুইজ্জু সরকার।

বর্তমানে মুইজ্জুর ভারত সফর এই ইঙ্গিতই দিচ্ছে যে, মালদ্বীপ তার বড় এই প্রতিবেশী দেশটিকে কখনও উপেক্ষা করে চলতে পারে না। তাই এবার সম্পর্ক মসৃণ করতে সচেষ্ট হয় মালদ্বীপ।

রবিবার পাঁচ দিনের সফরে দিল্লী পৌঁছানোর পর সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। বৈঠক শেষে দু’দেশের মধ্যে ৫টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে, দুই সরকারপ্রধান ‘ঐতিহাসিকভাবে নিবিড় এবং বিশেষ সম্পর্ককে’ গভীর করার জন্য পুরো দ্বিপক্ষীয় সম্পর্ককে সামগ্রিকভাবেই পর্যালোচনা করেছেন। যে সম্পর্ক দুদেশের জনগণের উপকারের ক্ষেত্রে বড় রকমের অবদান রাখবে।

বিবৃতিতে আরও বলা হয় যে, ‘প্রতিবেশী প্রথম’ এবং ‘ভিশন সাগর’ নীতির আওতায় মালদ্বীপের সঙ্গে সম্পর্ককে ভারত যে গুরুত্ব দিয়ে থাকে, সেটিও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদ্বীপের উন্নয়ন যাত্রা এবং অগ্রাধিকারের সহায়তার ক্ষেত্রে ভারতের অবিচল প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেছেন নরেন্দ্র মোদী।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on অক্টোবর ৮, ২০২৪ 11:30 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

রায়হান রাফী এবার জিৎ ও শরীফুল রাজকে নিয়ে আসছেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একের পর এক সিনেমা বানিয়ে খ্যাতির শীর্ষে উঠে এসেছেন ঢালিউডে…

% দিন আগে

১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ…

% দিন আগে

নিজের গলা পেঁচিয়ে নিজেই আত্মহত্যা করলো এক গোখরো!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নেটমাধ্যম রেডিটে পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, লেজ দিয়ে…

% দিন আগে

বর্ষা ও পাট

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ২৩ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

যেসব খাবার লিভার থেকে ক্ষতিকর উপাদান বের করে দেয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লিভার হচ্ছে শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই লিভার থেকে ক্ষতিকর…

% দিন আগে

নতুন মনিটাইজেশন প্রোগ্রাম নিয়ে এলো ফেসবুক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবার কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধার্থে নতুন…

% দিন আগে