দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযান: নিহত ১০০

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণ লেবাননে চলমান স্থল অভিযানে গত এক সপ্তাহে ১০০ এর বেশি হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

সংবাদ সংস্থা তাসের এক খবরে বলা হয়, এছাড়াও ৫০টি মিসাইল লঞ্চার ধ্বংস এবং সীমান্তের কাছে ১২০ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে।

আইডিএফ আরও জানায়, অভিযানের সময় হিজবুল্লাহর ৬০টি কমান্ড সেন্টার এবং বহু সামরিক স্থাপনা ধ্বংস করা হয়। গত ২৩ সেপ্টেম্বর ইসরায়েল ‘অপারেশন নর্দান অ্যারোজ’ চালু করার পর থেকেই হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুর ওপর ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে। ইসরায়েলের ঘোষিত লক্ষ্যই হলো দেশের উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে সেখানকার হাজার হাজার বাসিন্দারা নিজেদের বাড়িতে ফিরতে পারেন।

Related Post

গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলের এক হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন। ১ অক্টোবর ভোরে ইসরায়েল লেবাননের সীমান্ত এলাকায় স্থল অভিযান শুরুর এক ঘোষণা দেয়।

এদিকে ইসরায়েলি বাহিনীর এই হামলা এবং অভিযান দুই দেশের সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে এবং এর ফলে পুরো লেবাননজুড়ে উদ্বেগ বাড়ছে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on অক্টোবর ১৪, ২০২৪ 10:47 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ওয়ার্ডের যত্রতত্র ময়লার স্তুপ: পরিদর্শনে গিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার করলেন মন্ত্রী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাস্থল ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী জেলা হাসপাতাল। হঠাৎ পরিদর্শনে গিয়ে রাজ্য…

% দিন আগে

মৎস্য প্রকল্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

বুক জ্বালা থেকে রেহায় পেতে খাওয়াদাওয়ায় কিছু পরিবর্তন আনুন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খাবার খেলেই অনেকের শুরু হয়ে যায় অ্যাসিডিটি ও বুক জ্বালা।…

% দিন আগে

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো বাঙালি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে…

% দিন আগে

যেভাবে আপনার স্মার্টফোনে ইন্টারনেটের গতি বাড়াবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইন্টারনেট বর্তমানে আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। ইন্টারনেট ছাড়া আমাদের…

% দিন আগে

বলিউড তারকাদের ‘ডাক নাম’ কেমন ছিলো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড তারকাদের প্রকৃত নাম একেকটা ব্র্যান্ড। তবে তাদের ডাক নাম…

% দিন আগে