হোয়াটসঅ্যাপ এবার গুজব ঠেকাতে উদ্যোগ নিতে যাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময় উদ্বেগজনক একটি বিষয় হয়ে উঠেছে গুজব। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে অবলম্বন করে ভুল তথ্যের প্রচারের কারণে আশঙ্কা সৃষ্টি হয় বহু ধরনের নেতিবাচক ঘটনার। যে কারণে হোয়াটসঅ্যাপ নিজেদের প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে গুজবের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

ব্যবহারকারীদের জন্য এমন একটি সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ, যার মাধ্যমে আদান-প্রদান করা ওয়েবসাইটের লিংক কিংবা সংবাদ খুব সহজেই তারা যাচাই করতে পারবেন।

ওয়েবসাইটের লিংকের মাধ্যমে ভুয়া তথ্য এবং গুজব ছড়ানো ঠেকাতে নেওয়া এই উদ্যোগের আওতায় পরিচিত কিংবা অপরিচিত যে কোনো ব্যক্তির পাঠানো ওয়েবসাইটের লিংক কিংবা সংবাদের সত্যতা হোয়াটসঅ্যাপ থেকে যাচাইও করা যাবে। যে কারণে ভুয়া তথ্য ছড়ানো ব্যক্তিদের সম্পর্কে আগে থেকে সতর্কও থাকা যাবে।

Related Post

‘সার্চ অন ওয়েব’ নামে নতুন এই সুবিধাটি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪.২০.২৮ বেটা সংস্করণের সঙ্গে যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট ব্যবহারকারীদের মতামত নিয়ে শীঘ্রই সুবিধাটি সবার জন্য উন্মুক্তও করা হতে পারে।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো বলেছে, নতুন এই সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে থাকা যে কোনো ওয়েবসাইটের লিংক কিংবা সংবাদ সরাসরি গুগলে আপলোড করে তথ্য যাচাই করতে পারবেন এর ব্যবহারকারীরা। পরবর্তী হালনাগাদে সুবিধাটি ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হতে পারে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে, হোয়াটসঅ্যাপে সাধারণত ভুয়া ওয়েবসাইট লিংক ও তথ্য পাঠিয়ে বহু গুজব ছড়ানো হয়ে থাকে। অনেকেই না বুঝেই এইসব ভুয়া লিংক পরিচিত ব্যক্তিদের ফরোয়ার্ড করেন। নতুন এই সুবিধাটি চালু হলে ওয়েবসাইটের লিংক এবং সংবাদ হোয়াটসঅ্যাপ হতেই যাচাই করার সুযোগ থাকায় অন্যদের পাঠানো তথ্যের সত্যতা সম্পর্কে খুব দ্রুতই জানতে পারবেন এর ব্যবহারকারীরা।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on অক্টোবর ২১, ২০২৪ 2:14 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

বর্ষাকালেও দরদর করে ঘামলে নিজেকে সুস্থ রাখতে কোন খাবারগুলো খাবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্ষার এই মৌসুমে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। তার উপর এমন…

% দিন আগে

অভিনয়ে আসছেন অভিষেকের কন্যা সাইনা চ্যাটার্জি ডল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনয়ে পা রাখতে চলেছেন ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় প্রয়াত অভিনেতা…

% দিন আগে

ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো রকম ক্ষতি হয়নি: জাতিসংঘ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে গতকাল (শনিবার) হামলা চালিয়েছে…

% দিন আগে

ঝাঁ-চকচকে হোটেল ভোল বদলে বিশ্বের সবচেয়ে বড় আবাসনটিতে থাকেন ২০ হাজার বাসিন্দা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইংরেজি ‘এস’ আকৃতির বিশাল ঝাঁ-চকচকে একটি বিশাল ইমারত। দূর থেকে…

% দিন আগে

নৌকায় গ্রামের মেয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ১১ কার্তিক ১৪৩১…

% দিন আগে

ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটাঘাঁটি! শরীর এবং মনের কী ক্ষতি হতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক সময় দেখা যায় কেও কেও ঘুম থেকে উঠেই মোবাইলের…

% দিন আগে