হোয়াটসঅ্যাপে নিজেকে আড়ালে রাখার সুযোগ: কীভাবে গোপন রাখবেন আপনার নম্বর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আধুনিক যুগে প্রযুক্তির বদৌলতে অনেক কিছুই হচ্ছে। মানুষের কাছে কোনো কিছুই যেনো গোপন রাখা যায় না। তাই নিজের পরিচয় গোপন রাখার দরকার পড়ে মাঝে-মধ্যেই। কীভাবে গোপন রাখবেন আপনার নম্বর? হোয়াটসঅ্যাপে নিজেকে আড়ালে রাখার সুযোগটি কীভাবে কাজে লাগাবেন?

হোয়াটসঅ্যাপ নিত্যদিন নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়। মার্ক জুকেরবার্গের সংস্থায় Meta-র সঙ্গে জুড়ে যাওয়ার পর থেকেই একের পর এক ফেসবুকের ফিচার যুক্ত হয়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটির সঙ্গে। শুধু তাই নয়, মেটাভার্সের ভিতরেও ঢুকে পড়েছে এই অ্যাপটি। এই মেসেজিং অ্যাপটি ছাড়া আমাদের দিন কাটানো প্রায় কঠিন। অফিসের কাজ থেকে বন্ধুদের সঙ্গে আড্ডা, সব কিছুর ওয়ান স্টপ সলিউশন এই হোয়াটসঅ্যাপও আমাদের মনের মতো হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই নতুন নতুন আপডেট আসছে। যুক্ত হচ্ছে একের পর এক ফিচার। অনেক আগেই অর্থাৎ এই ফিচারটি এসেছে গত বছর। তবে নানা আপডেটের মাধ্যমে ফিচারগুলো আরও কার্যকরী করে তোলা হয়।

সম্প্রতি একগুচ্ছ নতুন ফিচার আপডেট করা হয়। কমিউনিটি অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে মেসেজে রিয়াকশন দেওয়ার অপশন এনেছে হোয়াটসঅ্যাপ। TestFlight beta প্রোগ্রামের মাধ্যমে ইতিমধ্যেই 23.2.0.75. আপডেট সাবমিটও করেছে তারা। বেশ কিছু নতুন ফিচার এনেছেন সেখানে। যেখানে পরিচয় লুকিয়ে মেসেজে রিয়্যাকশন দেওয়ার সুযোগও আনে মেসেজিং অ্যাপটি।

Related Post

তবে এই আপডেট আসছে শুধু iOS ইউজারদের জন্য। অনেক সময়ই বন্ধুবান্ধব কিংবা অফিসের কাজে আমাদের ঢুকে পড়তে হয় অনেক অচেনা হোয়াটসঅ্যাপ গ্রুপে। যেখানে আমরা সচরাচর আমাদের নম্বর সকলের সামনে দেখাতে পছন্দও করি না। তবে অচেনা লোকেদের কাছ থেকে নম্বর লুকোনার সুযোগ রয়েছে এই মেসেজিং অ্যাপটি। অ্যান্ড্রয়েট ফোনে আগেই এসে গিয়েছিল এই আপডেটটি। এবার সেই সুবিধাও পাবেন iOS ইউজাররা।

কী ভাবে হোয়াটসঅ্যাপে গোপন রাখবেন আপনার নিজের নম্বর?

# প্রথমেই আপনার মোবাইলে খুলে ফেলুন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি।
# তারপর উপরে ডানদিকে ৩টি ডটে ক্লিক করুন।
# ড্রপডাউন লিস্ট হতে সিলেক্ট করুন Settings অপশনটি।
# এরপর সেখান থেকে সিলেক্ট Account অপশনে গিয়ে Privacy অপশনে চলে যান।
# সেখান গিয়ে About-এ ক্লিক করলেই খুলে যাবে ৩টি অপশন- Everyone, My Contacts ও Nobody।
# সেখান থেকে Everyone সিলেক্ট করলেই আপনার নম্বরটি সকলেই দেখতে পাবেন। My Contacts বাছলে শুধুমাত্র তারাই দেখতে পাবেন, যারা আপনার কনট্যাক্ট লিস্টে রয়েছে। Nobody সিলেক্ট করলে তখন কারও কাছেই সেটি শো করবে না আপনার নম্বরটি।
# তাই নিজের পরিচয় গোপন রাখতে চাইলে আপনাকে সিলেক্ট করতে হবে শেষ অপশনটিতে।

তারপর আপনি গ্রুপে কারও মেসেজে রিয়্যাকশন দিন কিংবা উত্তরই দিন, আপনার নম্বর থাকবে হোয়াটসঅ্যাপ-এ সকলের থেকেই গোপন ও সুরক্ষিত। অচেনা বন্ধুদের গ্রুপে ‘মেঘনাদ’ সেজে থাকতে চাইলে আপনিও ব্যবহার করতেই পারেন এই ফিচারটি।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on অক্টোবর ২১, ২০২৪ 2:47 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

সংগীতের মূর্ছনা এবং আশার বার্তা নিয়ে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের কল্যাণে ‘উৎস সন্ধ্যা ২০২৪’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২৫ অক্টোবর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স (কেআইবিসি) মিলনায়তনে অনুষ্ঠিত হল…

% দিন আগে

মিলনের নতুন গান ‘কলি যুগে পুরুষের প্রেমের মূল্য নাই’ [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার…

% দিন আগে

ইসরায়েলি হামলায় গাজায় ১৮০ সাংবাদিক নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় রবিবার (২৭ অক্টোবর) আরও ৩ জন…

% দিন আগে

ভয়ঙ্কর যুদ্ধ নাকি আদুরে চুমু? দুই গোখরোর শরীরী প্যাঁচ দেখে প্যাঁচে নেটিজেনরা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা গিয়েছে, একে অপরের দিকে…

% দিন আগে

পুকুর বা ডোবার পানিতে ঝাঁপাঝাঁপি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ১২ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদের মতামত: অমলেট খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি প্রশ্ন হলো আপনি কী নিয়মিত অমলেট খান? তবে আপনি…

% দিন আগে