দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড টেকনো আয়োজন করছে ‘ফ্যান ফেস্টিভ্যাল ২০২৪’। বাংলাদেশে টেকনো’র ভক্তদের জন্য এই ফেস্টিভ্যালটি হবে স্মরণীয় একটি উৎসব।
মাসব্যাপী উদযাপনে থাকছে দুর্দান্ত নানা চমক ও পুরষ্কার। ১৫ অক্টোবর হতে শুরু হওয়া এই ফেস্টিভ্যাল চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। টেকনো আয়োজিত এই যাবতকালের সবচেয়ে বড় আয়োজন এই ফেস্টিভ্যাল। প্রযুক্তি ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে এতে রয়েছে নতুন স্মার্টফোন উন্মোচন, আকর্ষণীয় উপহার, অফার ও আরও অনেক কিছু।
টেকনো ক্যামন ৩০এস ফোনটি উন্মোচনের মধ্যদিয়ে টেকনো ফ্যান ফেস্টিভ্যাল শুরু হয়েছে। টেকনো ক্যামন সিরিজের লাইনআপে নতুন সংযোজন এই স্মার্টফোন। এই ডিভাইসের অ্যাডভান্সড টেকনোলজি স্মার্টফোন অভিজ্ঞতাকে নতুন উচ্চতাতে নিয়ে যাবে। টেকনো ক্যামন ৩০এস স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস সুপার স্টেবল মেইন ক্যামেরা, সঙ্গে ফ্ল্যাগশিপ গ্রেড সনি আইএমএক্স৮৯৬ আল্ট্রা সেনসিটিভ সেন্সর ও সনি ১০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার মোড। এমন উন্নত ক্যামেরা সেটআপের মাধ্যমে ব্যবহারকারীরাও খুব সহজেই ক্রিস্টাল-ক্লিয়ার ছবি তুলতে পারবেন।
এছাড়াও, এই স্মার্টফোনের ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মাধ্যমে তোলা যাবে সেরা কোয়ালিটির সেলফি। ক্যামেরা অভিজ্ঞতা আরও প্রাণবন্ত করতে এই স্মার্টফোনে এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার ও এআই-চালিত ইউনিভার্সাল টোন পোর্ট্রেট ইঞ্জিনের মতো বেশ কিছু এআই ফিচারও রয়েছে।
ক্যামন ৩০এস স্মার্টফোনে রয়েছে শক্তিশালী হেলিও জি১০০ প্রসেসর, যে কারণে ব্যবহারকারীরা রেগুলার ইউজ হতে গেমিং, সব ক্ষেত্রেই উপভোগ করতে পারবেন সুপারফাস্ট স্পিড ও নিমিষেই শেষ করতে পারবেন নিজের প্রয়োজনীয় কাজসমূহ। তাছাড়াও টেকনো ক্যামন ৩০এস ফোনে র্যাম ১৬ জিবি (৮জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড) ও রম ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। শক্তিশালী প্রসেসর এবং র্যাম নিশ্চিত করবে দুর্দান্ত পারফরম্যান্স, সঙ্গে রয়েছে বিশাল স্টোরেজের সুবিধা। আইপি৫৪ ধুলো ও পানি প্রতিরোধী ফিচার থাকার কারণে দুশ্চিন্তামুক্তভাবে যে কোনো জায়গায় এবং পরিস্থিতিতে এই ডিভাইসটি ব্যবহার করা যাবে। সেইসঙ্গে, ১২০ হার্জ রিফ্রেশ রেট ও ১৩০০-নিট পিক ব্রাইটনেসসহ ৬.৭৮” ফুল এইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে নিশ্চিত করবে স্মুথ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স। এছাড়াও সেরা সাউন্ড কোয়ালিটির জন্যও রয়েছে ডলবি অ্যাটমস ডুয়াল স্টেরিও স্পিকার।
ডিউরেবিলিটির জন্য টেকনো ক্যামন ৩০এস ফোনে রয়েছে পঞ্চম জেনারেশনের কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন ও ফোন আনলক করার জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন পাওয়া এই স্মার্টফোন ব্লু লাইট হতে চোখের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম; যে কারণে দীর্ঘ সময় ধরে কোনো ক্ষতি ছাড়াই ব্যবহার করা যাবে এই স্মার্টফোনটি। দীর্ঘ সময় নিশ্চিন্তে ব্যবহার করার জন্য এই স্মার্টফোনে থাকছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ফোন দ্রুত চার্জ করার জন্য রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। ডিভাইসটি বর্তমানে দেশব্যাপী পাওয়া যাচ্ছে মাত্র ২৯,৯৯৯/- টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on অক্টোবর ২৩, ২০২৪ 4:13 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১৯ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে এই ভেষজগুলো প্রতিদিনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো ইউটিউব। অনলাইনে আয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো 'প্রিয়তমা'…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্যাপনে…