দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নেই কোনো সিম, নেই কোনো চার্জ দেওয়ার ঝামেলাও, বাজারে আসতে যাচ্ছে নতুন ২৫ হাজার স্মার্ট ফোন। সেটি আবার পৃথিবীর শীর্ষ ধনকুবের ইলন মাস্কের টেসলার স্মার্ট ফোন।
ইলন মাস্কের কথা শোনেননি এমন মানুষ এই জামানায় খুঁজে পাওয়া যাবে না। ইলন মাস্ক একজন প্রযুক্তিপ্রেমী। সবসময় উদ্ভাবনী প্রযুক্তি প্রকাশ্যে নিয়ে আসেন তিনি।
তার এই উদ্ভাবনী ধারাবাহিকতায় নতুন ধরনের এই ফোন নিয়ে কাজ করছেন ইলন মাস্কের প্রতিষ্ঠান। এই ফোনটির নাম পাইফোন। শোনা যাচ্ছে যে, আইফোনকে টেক্কা দিতেই পাইফোন আনছে টেসলা এবং স্পেস এক্সের এই কর্ণধার।
আপনি জানলে অবাক হবেন যে, ইলন মাস্কের পাইফোন কোনো রকম চার্জ দিতে হবে না। এমনকি এই ফোন চালাতে লাগবে না কোনো সিমও। ধারণা করা হচ্ছে যে, এই ফোন বাজারে আসলে স্মার্টফোনের ধারণাই একেবারে পাল্টে যাবে। পাইফোন নিয়ে কয়েক মাস ধরে এমন জল্পনায় সরগরম সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। পাইফোনের বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
পাইফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো চার্জিং। আইফোন হোক কিংবা যে কোনো স্মার্ট ফোনই হোক, চার্জ দিতে হলে বিদ্যুৎ লাগবেই। তবে নতুন এই স্মার্টফোনটিতে তার প্রয়োজন নেই। স্বয়ংক্রিয়ভাবেই চার্জ হবে ফোনটি। কেবল আলো পেলেই হলো। কারণ হলো, ইলন মাস্কের স্টারলিঙ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে এই পাইফোন। কারণ স্টারলিঙ্কের নিজস্ব একটি বিশ্বব্যাপী কভারেজ নেটওয়ার্ক রয়েছে। প্রকৃতপক্ষে স্টারলিঙ্ক হলো স্যাটেলাইট বেস কানেকশন সিস্টেম।
সৌর শক্তি হতে বিদ্যুৎ তৈরির প্রক্রিয়াকে কাজে লাগিয়ে চার্জিং ফেসিলিটি থাকলেও এই ফোনটি নাকি সূর্যের আলো ছাড়া সাধারণ আলোতে রাখলেও চার্জ হয়ে যাবে। প্রয়োজন হবে না কোনো রকম ইন্টারনেটের!
বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে, এই ফোনের মধ্যে থাকবে ব্রেন কানেকটিভিটির একটি চিপ। যে কারণে আপনি যা ভাববেন, আপনার ফোন তা আপনা আপনিই বুঝে সেই অনুযায়ী কাজ করবে। এই ফোন দিয়েই চালানো যাবে টেসলার গাড়ি!
আবার বলা হয়েছে, এতো সুযোগ-সুবিধা থাকলেও পাইফোনের দামও নাকি থাকবে মধ্যবিত্তের নাগালের মধ্যে। তবে ভাইরাল ভিডিওর আদৌ সত্যতা রয়েছে? নাকি পুরোটাই আসলে গুজব। আসলে, পুরোটাই গুজব। ভাইরাল ভিডিওর এক বিন্দুও সত্যতা নেই। ইলন মাস্ক নিজেই পাইফোনকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন। সাফ বলে দিয়েছেন যে, ‘আমরা এরকম কোনো ফোনই তৈরি করছি না।’
তাহলে এমন গুজব ছড়ানো হলো কেনো? এর পেছনেও রয়েছেন নাকি ইলন মাস্ক। তবে সরাসরি নয়, পরোক্ষভাবে। গত বছর ‘অল্টারনেটিভ ফোন’ নিয়ে কিছু ইঙ্গিতও দিয়েছিলেন এই ধনকুবের। এরপর থেকেই টেসলা এমন ফোন আনতে পারে বলে জল্পনা ডালপালা মেলতে শুরু করে। আর তখন সোশ্যাল মিডিয়াতে ফোনের রূপরেখা তৈরি করে ফেলেন অতিউৎসুক নেটিজেনরা।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org