দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অপর্ণা রানী রাজবংশীর রচনা ও নাজনীন হাসান খান’র পরিচালনায় এবার স্যাটায়ার কমেডি ধাঁচে নির্মিত হলো বিশেষ নাটক ‘পিরিতের প্রফেসর’।
নাটকটির গল্পে দেখা যাবে- গ্রামের ছেলে আশিক ছোটবেলা থেকেই ইশিতাকে মনে প্রাণে ভালোবাসে তবে কোনো দিনও তা মুখ ফুটে বলতে পারেনি। কারণ তার মধ্যে এতো লজ্জা কাজ করে যে, সেটি বলাই বাহুল্য। আশিক কোনো উপায় অন্তর না পেয়ে গ্রামের মধ্যে পাণ্ডিত্যের এক টুল খুলে বসে। পিরিতের প্রফেসর হিসাবে গ্রামের সবাই এক নামেই তাকে চিনে, এমনভাবে যুক্তি দেখায়, যেনো প্রেম গবেষক এমন পণ্ডিত পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। সেই জন্যই গ্রামের ছেলে বুড়ো– সবাই তার কাছে ছুঁটে যায় প্রেমের তালিম নেওয়ার জন্য।
ইশিতা স্বপ্ন দেখে শহরের কোনো এক ছেলের সঙ্গে তার প্রেম হবে, এরপর দু’জনে বিয়ে করে ঢাকা শহরে ঘুরে বেড়াবে। তার সেই স্বপ্ন পূরণ করতেই ছুঁটে যায় আশিকের কাছে ট্রেনিং নিতে। আশিকের তালিম নিয়ে ইশিতা সফলও হয়। তবে ভার্চুয়াল জগতের প্রেম-ভালোবাসা যে আসলে ফাঁদে ভরা, তা সে কখনও জানতো না। এরপর ধরা খেয়ে ফিরে আসে উস্তাদের কাছে, জানতে পারে যে, উস্তাদজিও তাকে ভালোবাসে।
নির্মাতা নাজনীন হাসান খান বলেন, ‘ভার্চুয়্যাল জগতের সবকিছুতেই না বুঝে মোটেও ঝাপিয়ে পড়া ঠিক না। সেখানে রয়েছে নানা ধরনের বিপদ ও ফাঁদ। যা ক্ষেত্র বিশেষে মানুষের জীবন থেকে জীবনও কেড়ে নিতে পারে। তেমনি ঘটতে যাচ্ছিল একটি অসচেতন মেয়ের জীবনেও। সুনিপুণ রচনা শৈলীর মাধ্যমে সেই ধরনের ত্রুটিযুক্ত জীবন থেকে ফিরে আনা হয় ওই মেয়েটিকে। এতে সে নতুন জীবন পায়।’
এমনি টুইস্ট, কমেডি এবং জনসচেতনতামূলক গল্পে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘পিরিতের প্রফেসর’। ‘পিরিতের প্রফেসর’ নাটকটিতে প্রফেসর চরিত্রে অভিনয় করেছেন দর্শক নন্দিত অভিনেতা আ.খ.ম হাসান। প্রফেসরের একান্ত বাধ্যগত ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন পুনম হাসান জুঁই, আরও আছেন- তারিক স্বপন, সাহেলা আক্তার, ইমরান আহমেদ, ফাহমিদা রহমান তৃষা, ফরিদ হোসেন প্রমুখ।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on ডিসেম্বর ২৪, ২০২৪ 3:02 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার জীবনের অভিজ্ঞতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক বাসিন্দা তার বাড়ি বিক্রির বিজ্ঞাপনে লিখেছেন-“ফ্লোটিং…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২২ অগ্রাহায়ণ ১৪৩২…