দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ঘরের বিছানার উপর এক মহিলা বসে আছেন। তার পরনে রানি রঙের শাড়ি-ব্লাউজ়। মাথায় মোটা করে সিঁদুর পরা রয়েছে। তার গলায় দু’টি মঙ্গলসূত্র। ওই মহিলার দু’পাশে বসে রয়েছেন দুইজন যুবক।
আপনি কী কখনও শুনেছেন একই মহিলার দুই স্বামী? গলায় মঙ্গলসূত্রও রয়েছে দু’টি। তবে এর মধ্যে কোনও লুকোছাপাই নেই। তিন জনেরই থাকা-খাওয়া হয় সব একসঙ্গে। ভারতের উত্তরপ্রদেশের এক মহিলার এমন এক দাবিতে হইচই পড়ে যায় নেটমাধ্যমে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, উত্তরপ্রদেশের দেওরিয়ায় দুই স্বামীকে নিয়ে ওই মহিলার বসবাস। তাদের ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে উঠে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি।
ওই মহিলাকে এও বলতে শোনা গিয়েছে যে, ‘‘দু’জন স্বামী, তাই দুটো মঙ্গলসূত্র পরাও জরুরি। আমি খুব সুন্দরভাবে সবটা সামলাই। আমাদের ৩ জনের যাওয়া-আসা, থাকা-খাওয়া সবই একসঙ্গে।’’ যদিও ভিডিওতে ওই দুই যুবককে চুপ করে বসে থাকতেই দেখা গেছে। তারা কোনও রকম কথা বলেননি।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on ডিসেম্বর ২৬, ২০২৪ 12:20 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্টেম কোষ থেরাপিতে পক্ষাঘাতও সারিয়ে ফেলা সম্ভব হবে। যে কারণে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় অনলাইন সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী গুলশান আরা আহমেদ ইন্তোকাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিলো মিশর। সোমবার আল জাজিরা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্যাশন সরণিতে মডেলরা যেভাবে ‘ক্যাটওয়াক’ করে, অ্যালিগেটরের হাঁটার ধরনেও ঠিক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ২ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সজনে ডাঁটায় রয়েছে অনেক গুণ। এই সজনে ডাটায় যে যে…