দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন, মোবাইল ইন্টারনেট বাজারে একটি উদ্ভাবনী বিশেষ অফার উন্মোচন করেছে। এতে নিরবচ্ছিন্নভাবে অনলাইন ভিডিও দেখার সুযোগ পাবেন গ্রাহকরা।
সম্প্রতি চালু হওয়া সীমাহীন ইন্টারনেট পোর্টফোলিওর আওতায় লিমিটলেস সোশ্যাল এবং ভিডিও প্যাকে প্রথমবারের মতো গ্রাহকরা সীমা কিংবা গতির সীমাবদ্ধতা ছাড়াই নির্দিষ্ট প্ল্যাটফর্মে পাচ্ছেন লিমিটলেস ইন্টারনেট ব্যবহারের সুবিধাটি। অফারটি এমনভাবে সাজানো হয়েছে যাতে গ্রাহকের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়, তারা যেনো উপভোগ করতে পারেন সংযোগের অবাধ স্বাধীনতা।
অনন্য এই অফারের সুযোগ পাওয়া যাচ্ছে ‘লিমিটলেস ভিডিও প্যাক’ এবং ‘লিমিটলেস সোশ্যাল প্যাক’ এই দুইটি ভাগে।
লিমিটলেস ভিডিও প্যাক
‘লিমিটলেস ভিডিও প্যাক’ এর আওতায় থাকছে নিরবচ্ছিন্ন এবং সীমাহীন ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট এবং লাইকি ব্যবহারের সুযোগ। ৩০ দিন মেয়াদী প্যাকটিতে গ্রাহকরা মাত্র ১৮৯ টাকা প্রদানের মাধ্যমে ননস্টপ ভিডিও উপভোগ করতে পারবেন।
লিমিটলেস সোশ্যাল প্যাক
‘লিমিটলেস সোশ্যাল প্যাক’ এর আওতায় থাকছে ফেসবুক, মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ (শুধু টেক্সট) ও ইমো ব্যবহারের সীমাহীন সুযোগ। ৩০ দিন মেয়াদী এই প্যাকটিতে খরচ পড়বে ২৮৯ টাকা।
নির্দিধায় বলা যায়, এই ডাটা প্যাকগুলো চালু করার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করলো গ্রামীণফোন। সীমিত ইন্টারনেট এবং স্পিড লিমিটের ভাবনা ছাড়া গ্রাহকরা উপভোগ করতে পারবেন তাদের পছন্দের সব প্ল্যাটফর্মই। সংযোগ, স্বাচ্ছন্দ্য এবং অনন্য সুবিধা প্রদানের মাধ্যমে গ্রাহকদের ক্ষমতায়নে গ্রামীণফোনের সংকল্পের প্রতিফলন ঘটবে এই প্যাকগুলোর মাধ্যমে।
এই প্যাকগুলোর বিষয়ে গ্রামীণফোনের চীফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব জানিয়েছেন, ‘গ্রাহকদের জন্য প্রযুক্তিকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর করাতেই বিশ্বাস করি আমরা। গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্যময় এবং সুবিধাজনকভাবে এই নতুন প্যাকগুলো সাজানো হয়েছে, যাতে করে গ্রাহকের ক্ষমতায়ন নিশ্চিত হয়; তারা কানেক্টেড থেকে আরও অনেক কিছু উপভোগও করতে পারেন। সুবিধাজনক এই ডিজিটাল সল্যুশনগুলো অনলাইন ব্যবহারেও বৈচিত্র্য আনবে, যা নিরবচ্ছিন্ন সংযোগের মাধ্যমে সমাজের ক্ষমতায়নে গ্রামীণফোনের লক্ষ্যেরই প্রতিফলন।’
জানানো হয়েছে যে, এই প্যাকগুলো নেওয়ার জন্য গ্রাহককে মাই জিপি অ্যাপ-এর মাধ্যমে, *১২১# ডায়াল করে বা রিটেল টাচপয়েন্টে কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটের মতো ডিজিটাল চ্যানেল ব্যবহার করে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট রিচার্জের মাধ্যমে আকর্ষণীয় এই প্যাকগুলো কিনতে পারবেন গ্রামীন ফোনের গ্রাহকরা।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org