স্যামসাং নিয়ে এলো দূর্দান্ত এআই সুবিধাযুক্ত নিও কিউএলইডি ৮কে টিভি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে স্যামসাং। এরই ধারাবাহিকতায় বিশ্ববাজারের শীর্ষ টেলিভিশন ব্র্যান্ডটি এবারে নিয়ে এসেছে নতুন, নিও কিউএলইডি ৮কে টিভি মডেল – ৮৫কিউএন৯০০ডি।

এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার দূর্দান্ত সব ফিচার সম্বলিত এই ৮৫-ইঞ্চি টিভি আপনার বসার ঘরকে রীতিমতো সিনেমা থিয়েটারে রূপ দেবে! সাধারণ ৪কে টিভির তুলনায় এই টিভিতে ব্যবহারকারীরা পাচ্ছেন চারগুণ উন্নত রেজ্যুলুশন এবং পিকচার কোয়ালিটি। প্রথম ব্র্যান্ড হিসেবে দেশে অফিশিয়ালি ৮কে টিভি নিয়ে আসার মাধ্যমে টিভি বিনোদনের এক নতুন অধ্যায়ের সূচনা করল স্যামসাং।

স্যামসাংয়ের এই ৮কে এআই টিভিতে রয়েছে ৫১২ এআই নিউরাল নেটওয়ার্কস সুবিধাযুক্ত অত্যাধুনিক এআই-পাওয়ার্ড এনকিউ৮ এআই জেন৩ ৮কে প্রসেসর, যা সমসাময়িক অন্যান্য মডেলের চেয়ে টিভিটিকে অনেকাংশে এগিয়ে রেখেছে। এআই এর সাহায্যে টিভিটি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও শব্দ আপস্কেল, সাজেস্ট এবং অপ্টিমাইজ করে দূর্দান্ত ৮কে অভিজ্ঞতা নিশ্চিত করে।

Related Post

আধুনিক প্রযুক্তির সেরা উদাহরণ এই টিভিটি ইনফিনিটি এয়ার ডিজাইনে নির্মিত, যা মাত্র ১২.৯ মিমি পুরু এবং জিরো বেজেল স্ক্রিন, যা দর্শকদের নজর কাড়বেই। পছন্দের কোনো মুভি, টিভি শো কিংবা ম্যাচ দেখার ক্ষেত্রে এর ৯০ওয়াটের শক্তিশালী ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেমে মুগ্ধ হবেন সবাই। গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর রয়েছে স্যামসাং, তাই এই টিভিতেও যুক্ত করা হয়েছে ব্র্যান্ডটির বিশ্বমানের “নক্স” সিকিউরিটি ব্যবস্থা, যার মাল্টি লেয়ারড সেফটি এন্ড প্রটেকশনে গ্রাহকরা পুরোপুরি নিশ্চিন্তে থাকতে পারবেন।

এ ছাড়াও লাইভ ম্যাচ দেখা কিংবা গেমিংয়ের আনন্দ দ্বিগুণ করে তুলতে এই টিভিতে রয়েছে মোশন এক্সেলেরেটর ২৪০ হার্জ, যার ২৪০ হার্জ রিফ্রেশ রেটে যেকোনো ছবি রীতিমতো প্রাণবন্ত হয়ে ওঠে। প্রয়োজনে একাধিক কন্টেন্ট পাশাপাশি দেখতে চাইলেও এতে রয়েছে মাল্টিভিউ সুবিধা।

টিভিটিতে ব্যবহৃত হয়েছে স্যামসাং টাইজেন অপারেটিং সিস্টেম, যা দেবে ভিন্ন ভিন্ন অ্যাপ ও সার্ভিস জুড়ে নিরবচ্ছিন্ন অপারেশনের নিশ্চয়তা। প্রযুক্তির সেরা সব সমাধানযুক্ত নতুন এই স্যামসাং টিভিতে আরো রয়েছে স্মার্টথিংস সুবিধা, ফলে গ্রাহকরা প্রয়োজনে নিজেদের স্মার্টফোনকে টিভির রিমোট কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও যে কারণে টিভিটিকে একটি স্মার্ট ডিভাইস হিসেবে যেকোনো সময় দূর থেকেই স্বাচ্ছন্দ্যে নিয়ন্ত্রণ করা যাবে।

তাই বলা যায়, ডিসপ্লে, সাউন্ড, ফিচার – সব মিলিয়ে ব্যবহারকারীদের সেরা পারফর্মেন্সের প্রতিশ্রুতিই দেবে স্যামসাংয়ের নিও কিউএলইডি ৮কে টিভি ৮৫কিউএন৯০০ডি।

স্যামসাং ইলেকট্রনিক্সের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর জানান, “যারা পছন্দের মুভি, গান, কিংবা প্রিয় দলের ম্যাচ উপভোগের ক্ষেত্রে একদমই ছাড় দিতে চান না, তাদের পছন্দের শীর্ষে থাকবে আমাদের এই নতুন নিও কিউএলইডি এইটকে টিভি। আপনার বাড়ির বসার ঘরেই বিনোদনের এক বিশাল জগত গড়ে তুলতে এটি সেরা সমাধান হতে পারে”।

স্যামসাংয়ের সকল রিটেইল স্টোরে ৮৫কিউএন৯০০ডি এআই টিভিটি এখন পাওয়া যাচ্ছে সাড়ে ১০ লাখ টাকায়, সাথে থাকছে ২৫ হাজার টাকা ক্যাশব্যাক সুবিধা। আরও বিস্তারিত তথ্য জানা যাবে ট্রান্সকম ডিজিটাল বা র‍্যাংগস ইমার্টের অফিশিয়াল আউটলেটে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জানুয়ারী ৬, ২০২৫ 10:22 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

স্লিপিং মাস্ক মেখে ত্বকের জৌলুস বাড়িয়ে তুলুন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…

% দিন আগে

শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…

% দিন আগে

কনকনে শীতেও স্বস্তির কারণ হতে পারে বড় এলাচ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…

% দিন আগে

বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন শাহরুখের স্ত্রী?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…

% দিন আগে

কানাডাকে আবারও ৫১তম রাজ্য বানানোর প্রস্তাব দিলেন ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…

% দিন আগে

কোটি টাকার তক্ষক বনাম সাপের ভয়ংকর যুদ্ধে জিতলো কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…

% দিন আগে