দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড ও গ্লোবাল টেক জায়ান্ট শাওমি বাংলাদেশের বাজারে নিয়ে এলো বহুল প্রতীক্ষিত শাওমি রেডমি নোট ১৪।
ফ্ল্যাগশিপ মানের এই স্মার্টফোনটিতে রয়েছে দারুণ এআই ক্যামেরা সেটআপ। ফটোগ্রাফি এবং ফটো এডিটে যা দেবে প্রফেশনাল অভিজ্ঞতাও। পারফরম্যান্স এবং স্টাইলে ভিন্নতার কারণে টেকপ্রেমিদের নজর কাড়তে সক্ষম শাওমি রেডমি নোট ১৪।
‘লেজেন্ডারি শটস, এআই ক্রাফ্টেড’ ট্যাগলাইনের ওপর ভিত্তি করেই শাওমি রেডমি নোট ১৪ মোবাইল ফটোগ্রাফিটিতে নতুন এক মাত্রা যোগ করবে। এই স্মার্টফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা সেটআপ, যা প্রাণবন্ত, স্পষ্ট এবং ডিটেইলড ছবির মাধ্যমে প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতাও দেবে। ছবি এডিট এবং নিখুঁত করতে এতে আরও রয়েছে এআই স্কাই এবং এআই ইরেজ টুল। যে কারণে ল্যান্ডস্কেপ নিখুঁত ও এআই ইরেজ টুল ব্যবহার করে নিজের মতো করেই ছবি এডিট করতে পারবেন ফটোগ্রাফি প্রেমীরা।
শাওমি রেডমি নোট ১৪’র আরেকটি বৈশিষ্ট্য ডিউরাবিলিটি। স্ক্র্যাচমুক্ত রাখতে এবং দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষা দিতে এই ডিভাইসটিতে ব্যবহার করা হয় জনপ্রিয় কর্নিং গরিলা গ্লাস ৫, যা এই সেগমেন্টে শুধু শাওমি রেডমি নোট ১৪ তেই ব্যবহার করা হয়েছে। এছাড়াও ডাস্ট এবং পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা পেতে এতে আরও রয়েছে আইপি ৫৪ রেটিং। যে কারণে যে কোনো পরিস্থিতিতে এই স্মার্টফোনটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।
জানা গেছে, শাওমি রেডমি নোট ১৪-এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেকের হেলিও জি-৯৯ আল্ট্রা চিপসেট। শাওমির নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস এবং মিডিয়াটেকের জি-৯৯ আল্ট্রা চিপসেটের সমন্বয় গ্রাহকদের দেবে দীর্ঘ ৪ বছর নতুনের মতো স্মুথ অভিজ্ঞতাও। একইসঙ্গে শক্তিশালী এই চিপসেট গ্রাহকদের মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরও এফিশিয়েন্ট করে তুলবে। ডিসপ্লে হিসেবে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয় ৬.৬৭ ইঞ্চির উজ্জ্বল এবং কালারফুল অ্যামোলেড ডিসপ্লে। এর ১২০ হার্জ রিফ্রেশ রেট গ্রাহকদের দেবে সুপার-স্মুথ স্ক্রলিংয়ের অভিজ্ঞতাও। সেইসঙ্গে ১৮০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় সরাসরি রোদেও কালারফুল এবং পরিষ্কার ভিজ্যুয়াল নিশ্চিত করবে শাওমি রেডমি নোট ১৪ স্মার্টফোনটি।
হেভি ইউজারদের প্রাধান্য দিয়ে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ৫৫০০ এমএএইচ ব্যাটারি। এর লং লাস্টিং ব্যাটারি গ্রাহকদের অনায়াসে একদিনের ব্যাটারি ব্যাকআপও দেবে। দ্রুত চার্জিংয়ের জন্য এতে আরও রয়েছে ৩৩ ওয়াটের ইনবক্স টার্বো চার্জিং সুবিধাটিও। যার মাধ্যমে এই স্মার্টফোনটি ০ হতে ১০০ পার্সেন্ট চার্জ হতে সময় নেবে মাত্র ৭৭ মিনিট।
রেডমি নোট ১৪ ডিভাইসটি নিরাপত্তা এবং সহজে ব্যবহারের জন্য রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যে কারণে কোনো এক্সটারনাল বাটন কিংবা প্যাটার্ন ছাড়াই দ্রুতগতিতে এই স্মার্টফোনটি আনলক করা যাবে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার, যা মিউজিক এবং ভিডিও প্রেমীদের দেবে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডের অভিজ্ঞতা। সেইসঙ্গে আইআর ব্লাস্টারের মতো আধুনিক সুবিধা এই স্মার্টফোনটির দৈনন্দিন ব্যবহারকে আরও বৈচিত্র্যময় এবং অনন্য করে তুলবে।
শাওমি রেডমি নোট ১৪ পাওয়া যাচ্ছে ৪টি আকর্ষণীয় রঙে- মিডনাইট ব্ল্যাক, মিস্ট পার্পল, লাইম গ্রিন ও ওশান ব্লু রঙে। ওজনে হালকা এবং স্লিম হওয়ায় এই স্মার্টফোনটি দেখতে যেমন স্টাইলিশ, তেমনি হ্যান্ডফিলের ক্ষেত্রেও গ্রাহকদের দেবে তেমন প্রিমিয়াম অনুভূতিও।
বাংলাদেশের গ্রাহকরা চাহিদা অনুযায়ী দু’টি র্যাম অপশনে শাওমি রেডমি নোট ১৪ কিনতে পারবেন। ৬জিবি+ ১২৮জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি। প্রতিটি ভ্যারিয়েন্টের জন্য মূল্য নির্ধারিত হয়েছে যথাক্রমে ২৩,৯৯৯ টাকা ও ২৬,৯৯৯ টাকা।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on জানুয়ারী ১৬, ২০২৫ 10:26 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…