‘সন্তানধারণে অক্ষম’ তরুণী জানতে পারলেন তিনি সন্তানসম্ভবা! মা হলেন মাত্র কয়েক ঘণ্টায়!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তরুণীর গর্ভে যে ৮ মাসের সন্তান রয়েছে ঘুণাক্ষরেও টের পাননি। এর কারণ হলো, ইতিপূর্বে তিনি যে চিকিৎসককে দেখিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন যে, শারীরিক ত্রুটির কারণে সন্তানধারণে সমস্যা রয়েছে তার।

‘সন্তানধারণে অক্ষম’ তরুণী জানতে পারলেন তিনি সন্তানসম্ভবা! মা হলেন মাত্র কয়েক ঘণ্টায়! 1‘সন্তানধারণে অক্ষম’ তরুণী জানতে পারলেন তিনি সন্তানসম্ভবা! মা হলেন মাত্র কয়েক ঘণ্টায়! 1

তবে আশ্চর্যের বিষয় হলো গর্ভধারণ করেছেন, এই খবরটি জানার কয়েক ঘণ্টার মধ্যেই শিশুর জন্ম দিলেন ওই নারী। চীনের ঝেজিয়াং প্রদেশের হ্যাংজুতে ৩৬ বছর বয়সি মহিলার আশ্চর্যজনকভাবে সন্তানপ্রসবের কাহিনী নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়, গং নামে ওই নারী উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য ঝেজিয়াঙের পিপল্‌স হাসপাতালে যান তিনি। সেখানে নানা পরীক্ষার পর জানা যায় যে, ওই মহিলা গর্ভবতী। সেখানকার চিকিৎসকের কথা শুনে তিনি থ হয়ে যান। তার গর্ভে যে ৮ মাসের সন্তান রয়েছে ঘুণাক্ষরেও টেরই পাননি ওই নারী। কারণ হলো, ইতিপূর্বে তিনি যে চিকিৎসককে দেখিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন যে, শারীরিক ত্রুটির কারণে তার পক্ষে সন্তানধারণ সম্ভব নয়।

Related Post

সন্তানসুখ পেতে কয়েক মাস পূর্বে ওই নারী গং ও তার স্বামী ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশন’ (আইভিএফ) পদ্ধতি বেছে নেওয়ার কথাও ভাবেন। চিকিৎসকরা গংকে প্রথমেই তার ওজন কমানোর নির্দেশ দিয়েছিলেন। ডিসেম্বরের শুরুতেই গং তার হাতে সমস্যা অনুভব করেন। পরীক্ষা করে দেখা যায় যে, তার রক্তচাপ অনেকটাই বেড়ে গিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশও দেন স্থানীয় চিকিৎসক। হাসপাতালে পরীক্ষা করার পর দেখা যায়, গংয়ের গর্ভে ৮ মাসের সন্তান রয়েছে। শারীরিক জটিলতার কারণে সেই দিনই অস্ত্রোপচার করে সন্তানপ্রসব করানো হয় তার। তিনি দু’কেজি ওজনের সন্তানের জন্ম দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে, গংয়ের সঙ্গে যা ঘটেছে সেটিই প্রথম নয়। বেশ কয়েক বছর আগেও ১০০ কেজি ওজনের এক মহিলা ঠিক এভাবেই সন্তানের জন্ম দেন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জানুয়ারী ২১, ২০২৫ 4:56 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

আইপিএলের নতুন সিজনের ম্যাচ দেখা যাবে টফিতে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২২ তারিখ হতে শুরু হওয়া আইপিএলের এবারের সিজন নিয়ে এ…

% দিন আগে

ঈদে আসছে তৌসিফ-নিহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের ব্যস্ত টিভি নায়কদের মধ্যে অন্যতম হলেন তৌসিফ মাহবুব।…

% দিন আগে

অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশে কী আছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে অনলাইন পোর্টালের জন্য ৭ সুপারিশ…

% দিন আগে

নাইজারে মসজিদে হামলা: অন্তত ৪৪ জন নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি মসজিদে স্থানীয় জঙ্গিগোষ্ঠীর হামলায়…

% দিন আগে

‘ফুল’ প্যান্ট ‘হাফ’, কিম্ভুত জিন্‌সের দাম ৩৮ হাজার টাকা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্যান্টটি নির্মাতা সংস্থা হলো খ্যাতনামা ফরাসি পোশাক প্রস্তুতকারক সংস্থা…

% দিন আগে

পাহাড়-পর্বত ও প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৩ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৯ চৈত্র ১৪৩১…

% দিন আগে