স্তন ক্যান্সারের আশঙ্কা রয়েছে কি না তা গোড়াতেই ধরবে এআই!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্তন ক্যান্সারের লক্ষণ শনাক্ত করতে গতানুগতিক ম্যামোগ্রাফি পরীক্ষাই এবার করা হবে এআই-এর সাহায্যে। তাই বলা যায় এবার এই চিকিৎসায় এলো নতুনত্ব। প্রাথমিকভাবে রোগ নির্ণয় হওয়ার কারণে বহু রোগি সুস্থ্য হতে পারবেন।

স্তন ক্যান্সারের আশঙ্কা রয়েছে কি না তা গোড়াতেই ধরবে এআই! 1স্তন ক্যান্সারের আশঙ্কা রয়েছে কি না তা গোড়াতেই ধরবে এআই! 1

স্তন ক্যান্সারের আশঙ্কা রয়েছে কি না, তা চিহ্নিত করা যাবে গোড়াতেই। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগেই সেটি সম্ভব। স্তন ক্যান্সার নির্ণয়ে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই নতুন রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। স্তন ক্যান্সারের লক্ষণ শনাক্ত করতে গতানুগতিক ম্যামোগ্রাফি পরীক্ষাই এবার করা হবে এআই-এর সাহায্যে। তাই বলা যায় এই চিকিৎসায় এলো নতুনত্ব। বিজ্ঞানীদের দাবি, এআই পরিচালিত অ্যালগোরিদ্‌ম নিখুঁতভাবে ধরে দেবে ক্যান্সারের ঝুঁকি রয়েছে কি না বা স্তনের ভিতরে কোষের অনিয়মিত বিভাজন শুরু হয়েছে কি না।

‘দ্য ল্যানসেট ডিজিটাল হেল্‌থ’-এ এই গবেষণার খবর ছাপা হয়। জানা যায় সুইডেনের বিজ্ঞানীরা এই গবেষণাটি করছেন। ম্যামোগ্রাফি টেস্টে এআই প্রয়োগ করে ২০২১ সাল হতে একটি ট্রায়াল শুরু করেন তারা। ১ লক্ষ মহিলার উপর পরীক্ষা করা হচ্ছে। ২০২৩ সাল পর্যন্ত ট্রায়ালের ফলাফল প্রকাশ করেন তারা।

Related Post

গবেষকরা জানিয়েছেন, এআই-এর সাহায্যে ম্যামোগ্রাফি স্ক্রিনিং করে দেখা গেছে, তা সাধারণ ম্যামোগ্রাফির চেয়ে অনেক দ্রুত এবং নিখুঁত ফল দিচ্ছে। স্ক্রিনিং করে দেখা গেছে, প্রতি ১০০০ জন মহিলার মধ্যে অন্তত ৬.৪ শতাংশের স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটা বেশি।

এই বিষয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের অঙ্কোলজিস্ট শুভদীপ চক্রবর্তীর মত হলো, “স্তন ক্যান্সারের ক্ষেত্রেও যদি সঠিক সময় রোগ ধরা পড়ে তাহলে মৃত্যুর হারও অনেকটা কমে আসে। এই ক্ষেত্রে এআই ব্যবহারের সুবিধা হলো তাড়াতাড়ি, নির্ভুল রিপোর্ট প্রদান করা। স্তন ক্যান্সার নির্ণয়ে আগে বহু ক্ষেত্রেই ভুল রিপোর্ট আসতো। যে কারণে চিকিৎসায় জটিলতাও বাড়তো। এআই-এর ব্যবহার এই সম্ভাবনা একেবারেই কমিয়ে ফেলতে সক্ষম।” তবে গবেষণাটি বর্তমানে ট্রায়ালের পর্যায়ে রয়েছে। আরও বেশি সংখ্যক মহিলার উপর পরীক্ষাটি চালিয়ে নির্ভুল তথ্য পেলেই, এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মত দিয়েছেন গবেষকরা।

রেডিয়োলজিস্টরা সাধারণ পরীক্ষায় যা ধরতে পারবেন না, তা এআই পরিচালিত ম্যামোগ্রাম করতে পারবে। এমনটিই জানালেন স্ত্রীরোগ চিকিৎসক মল্লিনাথ মুখোপাধ্যায়। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে এমন অ্যালগোরিদ্‌ম তৈরি করা সম্ভব, যা বলতে পারবে ঠিক কোন অংশের কোষে আসলে অনিয়মিত বিভাজন শুরু হয়েছে। ক্যান্সার সৃষ্টিকারী উপাদান জমা হয়েছে কি না, কোষের অনিয়মিত বৃদ্ধি হচ্ছে কি না, তাও ধরা সম্ভব হবে। প্রতিটি ক্যান্সার রোগীর রোগ-চরিত্র ভিন্ন। এহেন কর্কটরোগের বৈশিষ্ট্যগুলো যত বিশদে জানা সম্ভব হবে, ততোই ক্যান্সারকে বাগে আনাও সহজ হবে। তাই রোগের প্রথম পর্যায়ে তাকে চিহ্নিত করার পথ খুঁজে বের করা দরকার। গোড়াতেই যদি ক্যান্সারের রাশ টানা সম্ভব হয়, সেই ক্ষেত্রে রোগীকে বাঁচানোও সহজ হবে। এআই সেই কাজটিই নির্ভুলভাবে করতে পারবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on ফেব্রুয়ারী ১৭, ২০২৫ 12:16 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

দুধ, ফল, সব্জি খেয়েও ক্যালশিয়ামের ঘাটতি যাচ্ছে না কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেরই দুধ, ফল, সব্জি সবই থাকে খাবারের তালিকায়। তবুও ক্যালশিয়ামের…

% দিন আগে

অনার বাংলাদেশ নিয়ে আসছে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়া ‘এক্স৯সি’ স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে বাংলাদেশের বাজারে বৈশ্বিকভাবে সাড়া ফেলে দেওয়া স্মার্টফোন, অনার এক্স৯সি,…

% দিন আগে

ভয়ংকর লুকে অচেনা রূপে নুসরাত ফারিয়া!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ মানেই বিনোদন। আর এই বিনোদনের প্রধান মাধ্যম হলো সিনেমা।…

% দিন আগে

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন কার্নি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আজ (শুক্রবার) মন্ত্রীসভার সদস্যদের নিয়ে শপথ…

% দিন আগে

গায়েহলুদের অনুষ্ঠানে অনাহূত অতিথি! খাবার চুরি করে পালালো এক বাঁদর! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিয়ের আগে গায়েহলুদের অনুষ্ঠানে হবু পাত্র-পাত্রীকে ঘিরে ভিড় জমিয়েছেন নিমন্ত্রিত…

% দিন আগে

জামালপুরের ঐতিহাসিক মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ২৯ ফাল্গুন ১৪৩১…

% দিন আগে