দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে এ সপ্তাহের শেষের দিকে নতুন বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
আঙ্কারায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেছেন, কূটনৈতিক মিশন পরিচালনায় বাধাগুলো দূর করতে এ সপ্তাহে রাশিয়া ও যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ আলোচনা শুরু হবে।
ল্যাভরভ জানিয়েছেন, গত সপ্তাহে সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ফলাফল সম্পর্কে তিনি তুর্কিকে অবহিতও করেছেন।
তিনি আরও বলেন, আমরা আমাদের তুর্কি বন্ধুদের ১৮ ফেব্রুয়ারি রিয়াদে অনুষ্ঠিত রুশ-আমেরিকান আলোচনার বিষয়ে বিস্তারিতভাবে অবহিতও করেছি।
ইউক্রেন সংঘাত নিরসনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে শীর্ষ রুশ কূটনীতিক বলেন যে, ইউক্রেন, ইউরোপ ও যে কোনো ইচ্ছুক পক্ষের সঙ্গে আলোচনার জন্যও প্রস্তুত মস্কো। তবে মস্কোর কাছে গ্রহণযোগ্য একটি সমঝোতায় পৌঁছানোর পরই কেবল লড়াই বন্ধ হবে।
তিনি স্মরণ করিয়ে দেন যে, রাশিয়া বেশ কয়েকবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, তবে ইউক্রেন নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্যই এসব মানেনি।
ল্যাভরভ বলেন যে, ২০২২ সালের এপ্রিলে ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে একটি চুক্তি হয়, তবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তা আটকেও দেন ও রাশিয়াকে দুর্বল করতে পশ্চিমারা তা বাস্তবায়নেও বাধা দেয়।
ল্যাভরভ মনে করেন, সংঘাত নিরসনে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি নিয়োগের প্রত্যাশাও করছে। ভবিষ্যতে যে কোনো শান্তি চুক্তিতে ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি না করা আবশ্যকও হওয়া উচিত।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on ফেব্রুয়ারী ২৫, ২০২৫ 3:39 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার জীবনের অভিজ্ঞতার…