ট্রাম্পের শুল্ক এড়াতে ভারত হতে ৬০০ টন আইফোন ফেরত নিলো অ্যাপল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক এড়াতে ভারত হতে বিশেষ কার্গো ফ্লাইটে ৬০০ টন আইফোন মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত নিয়েছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল।

ট্রাম্পের শুল্ক এড়াতে ভারত হতে ৬০০ টন আইফোন ফেরত নিলো অ্যাপল 1ট্রাম্পের শুল্ক এড়াতে ভারত হতে ৬০০ টন আইফোন ফেরত নিলো অ্যাপল 1

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্কনীতি ঘোষণার পরই অ্যাপল এই ধরনের পদক্ষেপ নিলো। রোজেনব্ল্যাট সিকিউরিটি শো–এর মতে, চীনের ওপর ৫৪ শতাংশ শুল্ক আরোপ করা হলে মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম ১ হাজার ৫৯৯ ডলার হতে বেড়ে ২ হাজার ৩০০ ডলার হবে। এর পেছনে অন্যতম কারণই হলো- চীন থেকে আমদানির উপর অ্যাপলের ব্যাপক নির্ভরতা। চীনই হলো মূলত অ্যাপলের ডিভাইসগুলোর প্রধান উৎপাদন কেন্দ্র। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সর্বোচ্চ ১২৫ শতাংশ শুল্ক হার এই আমদানিকে আরও ব্যয়বহুল করে তুলতে পারে, যা শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর প্রভাব ফেলবে বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা।

এই শুল্কহার ভারতের আমদানির ওপর আরোপিত ২৬ শতাংশের তুলনায় অনেকটা বেশি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি চীনকে বাদ দিয়ে ৯০ দিনের একটি বিরতিও ঘোষণা করেছেন, যে কারণে এই বাড়তি শুল্কহার আপাতত স্থগিত রয়েছে।

Related Post

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যাপল চেয়েছিল শুল্ক এড়িয়ে চলতে; সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি নানা পদক্ষেপ নিচ্ছে।

তারা আরও জানিয়েছে, অ্যাপল ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর চেন্নাই বিমানবন্দরে শুল্ক ছাড়পত্র প্রক্রিয়ার সময় ৩০ ঘণ্টা হতে কমিয়ে ৬ ঘণ্টায় নামিয়ে আনতে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে তদবিরও করেছিল।

এক ভারতীয় সরকারি কর্মকর্তার তথ্য অনুযায়ী জানা যায়, মার্চ মাস হতে প্রায় ৬টি কার্গো জেট উড়েছে, যেগুলোর প্রতিটির ধারণক্ষমতা ছিলো ১০০ টন করে।

রয়টার্সের পরিমাপ অনুযায়ী জানা যায়, একটি আইফোন ১৪ প্যাকেজসহ এবং চার্জিং তারসহ মোট ওজন প্রায় ৩৫০ গ্রাম (১২.৩৫ আউন্স)। কিছু প্যাকেজিংয়ের ওজন হিসাব করার পর দেখা যায় যে, ৬০০ টন কার্গোতে প্রায় ১৫ লাখ আইফোন পরিবহন করে নিয়ে যাওয়া হয়েছে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on এপ্রিল ১৫, ২০২৫ 9:55 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

সাগরের ঢেউ পাহাড় তৎসংলগ্ন পাথরে বাড়ি খাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪৩২…

% দিন আগে

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে শুধু পানিই নয় ফলও খেতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরমে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে শুধু পানিই খেতে হবে? তা…

% দিন আগে

জ্যাক গ্লোবাল পার্টনারস কনফারেন্স ২০২৫: বাংলাদেশের প্রতিনিধিত্ব করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি চীনের হেফেইতে অনুষ্ঠিত জ্যাক গ্লোবাল পার্টনারস কনফারেন্স ২০২৫-এ বাংলাদেশের…

% দিন আগে

মঙ্গল গ্রহকে বসবাসের উপযোগী করার জন্য অভিনব এক প্রস্তাব

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লাল গ্রহ মঙ্গল নিয়ে মানুষের মাতামাতির যেনো শেষ নেই। মঙ্গল…

% দিন আগে

পাক-ভারত যুদ্ধ নিয়ে যেসব সিনেমা নির্মিত হয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত…

% দিন আগে

‘ইরানে ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যেও কী ইসরায়েল?’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের বন্দর আব্বাসের শহিদ রাজি বন্দরে গত শনিবার (২৬ এপ্রিল)…

% দিন আগে