দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৩ সালে ‘গদর’-এর সিক্যুয়েল দিয়ে বক্স অফিসে ঝড়ো ইনিংস শুরু করেন এক সময়ের বলিউড তারকা সানি দেওল। তার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জাত’ ছবিতেও সেই দাপটই ধরে রেখেছেন তিনি। এবার চার দশকের ফিল্মি ক্যারিয়ারে এই সিনেমার হাত ধরে নতুন রেকর্ড গড়লেন সানি দেওল।
বক্স অফিস সাফল্যের কথা মাথায় রেখেই বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এবার ‘জাত ২’ সিনেমার ঘোষণা করলেন এই সুপারস্টার।
সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জাত’ সিনেমাতে রবিনহুড অবতারে বক্স অফিসে সাড়া ফেলে দেন সানি দেওল। এবার সেই সিনেমাটির সাফল্যের কথা মাথায় রেখেই সিক্যুয়েলের ঘোষণা করেছেন এই অভিনেতা। প্রথম ছবির মতোই ‘জাত ২’-এর পরিচালকের আসনেও থাকছেন গোপীচাঁদ মালিনেনি।
পরিচালকের পাশাপাশি প্রযোজনা সংস্থারও হেরফের হবে না। সিকুয়েল পোস্টার প্রকাশ্যে এনে সানি হুঙ্কার দিলেন, ‘জাত এবার নতুন মিশনে।’
তবে মুখ্য চরিত্রে সানি দেওল থাকলেও পরের পর্বে খলনায়কের ভূমিকায় রণদীপ হুদা থাকছেন কিনা তা নির্মাতাদের তরফ হতে এখনও জানানো হয়নি। ‘জাত’ ছবির মুক্তির মাত্র ৭ দিনের মাথায় সিকুয়েলের ঘোষণা করেন সানি দেওল। যে ছবি অভিনেতার ৪২ বছরের ফিল্মি ক্যারিয়ারে সব থেকে বেশি ব্যবসা করার পর সিনেমার তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছে।
বলিউড সূত্রে জানা যায়, ‘গদর’-এর তুলনায় ব্যবসার অঙ্কে অনেকটাই পিছিয়ে গেলেও মাত্র ৭ দিনেই ৬০ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমা ‘জাত’। এই সিনেমার হাইভোল্টেজ ট্রেলারেই কৌতূহলের পারদ চড়িয়েছিলেন সানি দেওল।
সেইসঙ্গে সানি দেওলের সম্মুখ সমরে দেখা যায়, রণদীপ হুদাকে। যিনি নিষ্ঠুর খলনায়ক রণতুঙ্গার চরিত্রে অভিনয় করেন। যার নির্মম অত্যাচারে গ্রামবাসীদের প্রাণ হয়ে ওঠে ওষ্ঠাগত। গ্রামকে শ্মশান পরিণত করে সে। ঠিক এমনই এক পরিস্থিতিতে রবিনহুডের মতোই অবতরণ করেন সানি দেওল।
যেমন তুমুল অ্যাকশন, রগরগে সংলাপ তেমনই শিরদাড়া দিয়ে হিমস্রোত বইয়ে দেওয়া খলচরিত্রদের কীর্তিকলাপ দেখা গেছে। আশা করা যাচ্ছে যে, ‘জাত’ এর সিক্যুয়েলেও সেই প্রভাবই বজায় থাকবে।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on এপ্রিল ২১, ২০২৫ 12:01 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…