দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজধানীর কোরবানীর হাটগুলো বেশ জমে উঠতে শুরু করেছে। গতকালও রাজধানীর বিভিন্ন হাট ঘুরে বেশ জমজমাট ভাব লক্ষ করা গেছে। এবার রেকর্ড পরিমাণ গরু নাকি আমদানি হয়েছে এমনটা বলেছেন সংশ্লিষ্টরা।
অপরদিকে বিজিবি বলেছে, এবারই নাকি সবচেয়ে বেশি গরু আমদানি হয়েছে- সীমান্ত করিডোর দিয়ে বৈধভাবে। গত ৯ মাসের এক হিসাবে দেখা গেছে, ভারতীয় সীমান্তের ৩১টি করিডোর দিয়ে ১৯ লাখ ৩০ হাজার গরু-মহিষ বৈধভাবে বাংলাদেশে ঢুকেছে। অতীতে কখনও এতো গরু-মহিষ আমদানি হয়নি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে বিজিবি। করিডোর ব্যবহার না করে চোরাইপথেও এসেছে বহু গরু যার কোন হিসাব পাওয়া সম্ভব নয়।
জানা গেছে, আমদানির মধ্যে গত এক মাসে এর পরিমাণ ছিল অনেক বেশি। কোরবানির ঈদ আসায় গরু আমদানি বেড়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে গত কয়েকদিন ধরে রাজধানীতে প্রচুর গরু আমদানি হয়েছে। রাজধানীর বিভিন্ন গরুর হাটে গিয়ে দেখা যায়, যথেষ্ট পরিমাণ গরু রয়েছে। তবে বিক্রেতারা দাম হাকছেন অনেক বেশি। যে কারণে অনেক ক্রেতা গতকাল হাটে গিয়েও গরু না কিনে ফিরে এসেছেন। অনেকেই মনে করছেন পরে হয়তো গরুর দাম কমতে পারে। তাছাড়া রাজধানীর বেশির ভাগ স্থানে বিশেষ করে বাসা বাড়িতে গরু রাখার সমস্যাও রয়েছে। যাদের একটু গরু রাখা ও দেখ-ভালের লোক রয়েছে তারা আগাম গরু কিনছেন। তাছাড়া বেশির ভাগ ক্রেতারা শুধু দাম দেখেই ফিরছেন। যে কারণে রাজধানীর গরুর হাটে গিয়ে বেশ ভীড় লক্ষ করা যাচ্ছে। কিন্তু ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেলো বিক্রি নেই। ক্রেতারা শুধুই গরুর দাম করে সটকে পড়ছেন। মূল বেচা-কেনা শুরু হবে আগামী সোমবার ও ঈদের আগের দিন মঙ্গলবার।
This post was last modified on অক্টোবর ১২, ২০১৩ 4:43 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…