স্যামসাং নিয়ে এলো এআই ফোন আরও সহজলভ্য করতে গ্যালাক্সি এ২৬ এবং এ৩৬ ফাইভজি ডিভাইস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অত্যাধুনিক এআই ফিচার সমৃদ্ধ ফোন সকলের হাতের নাগালে নিয়ে আসতে সম্প্রতি দেশের বাজারে গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ ডিভাইস- গ্যালাক্সি এ২৬ ফাইভজি এবং এ৩৬ ফাইভজি- লঞ্চ করেছে স্যামসাং।

গ্যালাক্সি এ সিরিজ উন্মোচনের ফলে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এখন আরও সহজলভ্য। এই ডিভাইসগুলোতে ‘সার্কেল টু সার্চ’-এর মতো অনন্য ফিচার রয়েছে, যার সাহায্যে ব্যবহারকারীরা স্ক্রিনে সার্কেলিং করেই যেকোনো কিছু তাৎক্ষণিকভাবে সার্চ (অনুসন্ধান) করতে পারবেন। এই সিরিজের আরেকটি দুর্দান্ত ফিচার হলো গুগল জেমিনি, যা আপনাকে দিবে স্মার্ট পরামর্শ এবং সৃজনশীলতা বাড়াবে এমন প্রোডাক্টিভিটি টুলস। অন্যান্য এআই ফিচার যেমন- ক্রিয়েট ফিল্টার ও অবজেক্ট ইরেজার, তথ্য ও ছবির মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স বিভাগের পণ্য এবং বিপণন কৌশল প্রধান সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, “এআই এখন স্মার্টফোন ব্যবহারকারীদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আমরা আমাদের গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ ডিভাইসগুলোর (এ২৬ ফাইভজি এবং এ৩৬ ফাইভজি) মাধ্যমে এআই ফিচারকে সবার জন্য আরও সহজলভ্য করতে চাই। এই ডিভাইসগুলো স্মার্টফোন অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যে কারণে ব্যবহারকারীরা সাশ্রয়ী মূল্যে এআই-প্রযুক্তি নির্ভর অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।”

Related Post

গ্যালাক্সি এ২৬ ফাইভজি ও এ৩৬ ফাইভজি ফোনে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, পাওয়ার-সাশ্রয়ী প্রসেসর ও দীর্ঘস্থায়ী ব্যাটারি; যে কারণে খুব সহজেই দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করা যাবে। এই ডিভাইসগুলোতে আরও রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৭ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স ও ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। গ্যালাক্সি এ২৬ ফাইভজি ফোনে রয়েছে এক্সিনোস ১৫৮০ প্রসেসর; আর গ্যালাক্সি এ৩৬ ফাইভজিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন৩। গ্যালাক্সি এ২৬ ফাইভজি ফোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং গ্যালাক্সি এ৩৬ ফাইভজি ফোনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। এই ডিভাইসগুলোতে স্যামসাং নক্স ভল্টও রয়েছে, যা ইএএল৫+ দ্বারা সার্টিফাইড। ব্যবহারকারীদের সবসময় আপডেটেড রাখতে এ সিরিজের এই ডিভাইসগুলোতে পাওয়া যাবে ৬ বছরের ওএস আপগ্রেড সুবিধা।

গ্যালাক্সি এ২৬ ফাইভজি (৮/১২৮ ভ্যারিয়েন্ট) কালো ও মিন্ট এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে। আকর্ষণীয় লঞ্চ অফারে এই ফোনের মূল্য ৩৪,৯৯৯ টাকা। অন্যদিকে, গ্যালাক্সি এ৩৬ ফাইভজি দ’টি ভ্যারিয়েন্ট ও ল্যাভেন্ডার, লাইম ও কালো এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। গ্যালাক্সি এ৩৬ ফাইভজি’র (৮/১২৮ জিবি) ভ্যারিয়েন্টটি ৩৯,৯৯৯ টাকা এবং (৮/২৫৬ জিবি) ভ্যারিয়েন্টটি মাত্র ৪৪,৯৯৯ টাকায় লঞ্চ অফারে পাওয়া যাচ্ছে। সাশ্রয়ী মূল্যের এআই ফোন এখন আরও স্বপ্ন নয়, এখন হাতের নাগালেই পাওয়া যাচ্ছে এমন ডিভাইস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই ডিভাইসগুলোর অফিসিয়াল ভার্সন ন্যায়সঙ্গত মূল্যে পাওয়া যাচ্ছে। এছাড়া, আসন্ন ঈদ উপলক্ষে গ্রাহকরা এই ফোনগুলো ক্রয় করার সময় বিশেষ ঈদ অফারসহ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on মে ২৯, ২০২৫ 10:35 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

“ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’: মমতা বন্দ্যোপাধ্যায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…

% দিন আগে

তুরস্কে বিড়াল পেল নাগরিকত্বের স্বীকৃতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…

% দিন আগে

এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শসার পুষ্টিগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…

% দিন আগে

অ্যাপল ও গুগল সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…

% দিন আগে

টমেটোর গুণাগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…

% দিন আগে