নতুন গ্রহাণুর দিকে দৃষ্টি নাসার: ধেয়ে গেলো পৃথিবীর পাশ দিয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীর অনেকটা কাছ দিয়ে চলে গেছে ১২০ ফুট উঁচু বিমানের সমান একটি গ্রহাণু। এই গ্রহাণুর নাম ২০২৫ এমএম। এই গ্রহাণুটি অনেকটা কাছ দিয়ে অতিক্রম করে।

বর্তমানে বিজ্ঞানীরা নজর রাখছেন এই গ্রহাণুর দিকেই। গ্রহাণুটি ১ দশমিক ২৯ মিলিয়ন কিলোমিটার দূরত্বের মধ্যে ভ্রমণ করবে। যদিও এই অবস্থান কোনো হুমকির কিংবা ক্ষতিকর নয়। তবে গ্রহাণুর কক্ষপথের পরিবর্তন হলে সংকট তৈরি হতেও পারে।

এই গ্রহাণু ২০২৫ এমএম বিমান আকারের গ্রহাণু। উচ্চবেগে সুনির্দিষ্ট পথেই চলছে এটি। ১ জুলাই গ্রহাণুটি পৃথিবীর সবথেকে কাছে পৌঁছায়। মহাজাগতিক দিক হতে এই দূরত্ব বেশ কাছাকাছি। চাঁদের চেয়ে পৃথিবী হতে তিনগুণ বেশি দূরে অবস্থান করছে এই গ্রহাণুটি। এই গ্রহাণু ২০২৫ এমএম প্রায় ২৩ হাজার ৮৭৪ মাইল প্রতি ঘণ্টায় গতিতে ভ্রমণ করছে। এই গতিতে ভ্রমণ করার কারণে পৃথিবীকে প্রদক্ষিণ করতে দুই ঘণ্টারও কম সময় লাগে গ্রহাণুটির।

Related Post

২০২৫ এমএম গ্রহাণুটির ব্যাস প্রায় ১২০ ফুট বা ৩৬ মিটার, যা বোয়িং ৭৩৭ বিমানের ডানার বিস্তৃতির সমান। মহাজাগতিক দৃষ্টিকোণ হতে এটি বেশ ছোট গ্রহাণু। এই মাত্রার গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে কিংবা গ্রহের পৃষ্ঠের সঙ্গে সংঘর্ষ হলে প্রচুর ক্ষতিও করতে পারে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ভাষ্যমতে, ২০২৫ এমএম গ্রহাণু অ্যাটেন পরিবারেরই অংশ। এদের কক্ষপথ সাধারণত সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথের মধ্যেই থাকে। এই ধরনের গ্রহাণুর কক্ষপথ সাধারণত পৃথিবীর কক্ষপথ অতিক্রমও করে। নাসা গ্রহাণুটিকে ‘সম্ভাব্য বিপজ্জনক বস্তু নয়’ বলে শ্রেণিবদ্ধ করেছে। বেশ শক্তিশালী টেলিস্কোপ এবং রাডার ব্যবহার করে গ্রহাণুটিকে ট্র্যাক করা হয়। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জুলাই ৩, ২০২৫ 3:53 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

“ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’: মমতা বন্দ্যোপাধ্যায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…

% দিন আগে

তুরস্কে বিড়াল পেল নাগরিকত্বের স্বীকৃতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…

% দিন আগে

এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শসার পুষ্টিগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…

% দিন আগে

অ্যাপল ও গুগল সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…

% দিন আগে

টমেটোর গুণাগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…

% দিন আগে