সিরিজ জয়কে পাখির চোখ করেছে বাংলাদেশ – সাকিব

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সাকিব আল হাসানের ভাষায় নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ জয় করার খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশের। সোহাগ গাজীর পারফরমেন্স সে ইঙ্গিতই বহন করে।


সাকিব আল হাসান এও যুক্ত করেছেন যে, গত পাঁচ বছর ধরেই দলের নিয়মিত খেলোয়াড়েরা প্রতি ম্যাচেই ধারাবাহিক পারফর্ম করছে। কাজেই সিরিজ জয়ের আত্মবিশ্বাস এখন সবার মাঝে কাজ করছে। ধারাবাহিক এই খেলোয়াড়দের তালিকায় সর্বশেষ সংযোজন সোহাগ গাজী, যিনি কীনা ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি+হ্যাট্রিক+পাঁচ বা তার অধিক উইকেট লাভের রেকর্ড গড়েছেন।

সোহাগের হ্যাটট্রিকে প্রধান অবদান ছিলো সাকিবেরই। মুশফিকের প্যাডে লেগে বল আকাশে উঠে গেলে সাকিব লেগ স্লিপ থেকে দৌড়ে এসে ডাইভ দিয়ে ডানহাতে ক্যাচ ধরে সোহাগের হ্যাটট্রিক পূরণ করে দেন। অথচ এই ক্যাচই বাংলাদেশকে প্রায় ম্যাচেই ভোগান্তি উপহার দান করে। বর্তমান দলটি বলা যায় ২০১১ সাল থেকেই নিয়মিত ম্যাচে ভালো পারফর্ম করছে কিন্তু ক্যাচ দূর্বলতার জন্যই অনেক ম্যাচে ক্রিকেট দেবী নিশ্চিত জয় বাংলাদেশের কাছ থেকে কেড়ে নিয়েছে। সাকিব বলেছেন, চলমান সিরিজ শুরু আগে সবাই ক্যাচ নিয়ে নিবিড় অনুশীলন করেছেন।

সাকিব আরও জানান, আমার অভিষেকের সময়টা থেকে এখন ড্রেসিং রুমের পরিবেশ সম্পূর্ণই আলাদা। ড্রেসিং রুমে এখন কেউ আগের মতো হতাশামূলক কথা বলতে চায় না বা পারে না। এটার পরিবর্তন হয়েছে যখন আমার অধিনায়কত্বে তিন বছর আগে বাংলাদেশ ৪-০ তে নিউজিল্যাণ্ডকে পরাজিত করে।

“ছয় বছর আগে যখন আমি খেলা শুরু করি তখন আমাদের লক্ষ্য থাকতো কীভাবে পাঁচদিন খেলা যায়! পাঁচদিন খেলে যেতে পারলে তখন আমরা ড্রয়ের চিন্তা ভাবনা করতাম। সেখান থেকে বের হয়ে এখন আমরা জয়ের জন্য খেলি। এই অবস্থায় আসার জন্য এই দলটি অনেকদিন ধরেই প্রস্তুত হয়েছে। সময়ের ব্যবধানে দলটি এখন ঐক্যের সুতোয় বাঁধা। যখন আমরা সবাই একসাথে ভালো পারফর্ম করি তখন ম্যাচে আমাদের প্রতিদ্বন্দী কেবল আমরাই থাকি, বেশ কয়েকটি খেলায় এর প্রমাণ দেখিয়েছি। কাজেই এই সিরিজ জেতার যে মোক্ষম সুযোগ রয়েছে, আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা সেটা অর্জন করতে চাই।”

Related Post

“যখন একটি দলে চার/পাঁচ জন খেলোয়াড় থাকে পারফর্ম করার জন্য তখন বাকীদের জন্য কাজটা সহজ হয়ে যায়। এখন আমাদের এই দলে আপনি সহজেই ৫ জন পারফর্ম খেলোয়াড় পেয়ে যাবেন!”

নিজের পারফর্ম্যান্স সম্পর্কে মূল্যায়ণ করতে গিয়ে সাকিব বলেন, অনেকদিন পর খেলায় পরে নিজেকে ছন্দে পেয়ে ভালো লাগছে, বিশেষ করে গত ম্যাচে দ্বিতীয় ইনিংসে ঝড়ের গতিতে অর্ধ-শতক আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এছাড়াও অনেকদিন পর আইসিসির সেরা অল-রাউণ্ডারের প্রথম অবস্থানে আবার উঠে গেছি কাজেই আমি মনে করি আগের চেয়ে আরও ধারালো গতিতে আমি ফিরবো মাঠে।

রাজিউর রহমান

Recent Posts

বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন শাহরুখের স্ত্রী?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…

% দিন আগে

কানাডাকে আবারও ৫১তম রাজ্য বানানোর প্রস্তাব দিলেন ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…

% দিন আগে

কোটি টাকার তক্ষক বনাম সাপের ভয়ংকর যুদ্ধে জিতলো কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…

% দিন আগে

শীতের বেলায় গ্রামের প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…

% দিন আগে

মোটা হলে ব্রণ হতে পারে! ফলে-শাকেই তার ক্ষয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…

% দিন আগে

স্যামসাং নিয়ে এলো দূর্দান্ত এআই সুবিধাযুক্ত নিও কিউএলইডি ৮কে টিভি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…

% দিন আগে