দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ আগে অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ ১৮ বছরের নিচের কোনো ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে বন্ধু লিস্টের বাইরে পাবলিকলি স্ট্যাটাস, ছবি এবং ভিডিও শেয়ার করতে পারত না। কিন্তু ফেসবুক অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রাইভেসি শিথিল করায় এখন থেকে অপ্রাপ্ত বয়স্করাও ফেসবুকে বন্ধু লিস্টের বাইরে পাবলিকলি স্ট্যাটাস, ছবি এবং ভিডিও শেয়ার করতে পারবেন।
ফেসবুকে রয়েছে কোটি ব্যবহারকারী তবে এদের মাঝে অনেকেই আছেন অপ্রাপ্তবয়স্ক। এতদিন অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছরের নিচের কেউ ফেসবুকে স্ট্যাটাস, ছবি শেয়ার দিলে তা পাবলিকলি শেয়ার দিতে পারতেন না। তবে ফেসবুকের নতুন ব্যবস্থায় অপ্রাপ্তবয়স্করাও তাদের শেয়ার করা সব কিছু এখন থেকে পাবলিকলি শেয়ার করতে পারবেন।
ফেসবুক ব্যবহারকারীদের মাঝে ১৩ থেকে ১৮ বছর বয়সের ব্যবহারকারীরা নিজেদের শেয়ার করা কোন কিছুই বন্ধু লিস্টের এবং বন্ধুদের বন্ধু লিস্ট ছাড়া অন্য কারো সাথে শেয়ার করতে পারতেন না। ফেসবুক নতুন সিদ্ধান্তের ফলে অপ্রাপ্তবয়স্ক এসব ব্যবহারকারীদের ফেসবুক প্রোফাইলেও জুড়ে দেয়া হচ্ছে পাবলিক অপশনটি। ফলে, তারা তাদের চিন্তা, ছবি কিংবা স্ট্যাটাস শেয়ার করতে পারবেন যে কারোর সাথেই!
শুধু তাই নয়। এখন থেকে টিনএজ অর্থাৎ ১৮ বছরের কম বয়সী ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইলেও ফলোয়ার অপশন সংযুক্ত হয়েছে। ফলে, ফলো অপশন একটিভ করলে যেকোনো অপ্রাপ্তবয়স্ক ফেসবুক ব্যবহারকারী পেতে পারবেন ফলোয়ার এবং তার যেকোনো পাবলিক স্ট্যাটাস চলে যাবে তার ফলোয়ারদের ওয়ালে!
ধারণা করা হচ্ছে, মাইক্রো ব্লগিং সাইট টুইটারের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতেই ফেসবুকের এই নতুন পরিবর্তন। এদিকে ফেসবুকের পলিসি বিষয়ক পরিচালক এ বিষয়ে জানিয়েছেন, “কারো সাথে প্রতিযোগিতা নয়, আমাদের ফেসবুক ব্যবহারকারীদের মাঝে একটি বিশাল অংশ অপ্রাপ্ত বয়স্ক যাদের বয়স ১৮ বছরের কম, এরা দীর্ঘদিন ধরে পাবলিক শেয়ারের বিষয়ে দাবি জানিয়ে আসছিল, ফলে এই পরিবর্তন টিনএজারদের দাবি মেটানোর একটি অংশ।”
ধন্যবাদান্তেঃ সিএনএন
This post was last modified on অক্টোবর ২২, ২০১৩ 3:29 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
View Comments
এটা ছোট বাবুদের জন্য খুব খারাপ হয়েছে . . . এক মত হলে লাইক দেন .