চোটের কারণে মাঝে বেশকিছুদিন বিরতির পর গতকাল মাঠে ফিরলেন লিওনেল মেসি। কিন্তু মেসির ফেরাতে জয়ের দেখা পায়নি ক্লাব বার্সেলোনা, তবে কোনোমতে ম্যাচ রক্ষা করতে পেরেছে একথা নির্দ্বিধায় বলা যায়! চ্যাম্পিয়ন্স লীগে গতকালের খেলায় এসি মিলানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।
খেলার শুরুতেই সালে মুনতারীর গোলে এগিয়ে যেতে পারতো এসি মিলান, কিন্তু রেফারীর খামখেয়ালীতে অফসাইডের অভিযোগে গোল বাতিল হয়ে যায়। তবে এই হতাশা বেশীক্ষণ থাকতে দেয়নি মিলান। মাত্র নবম মিনিটেই মিলান বার্সার রক্ষণভাগ ভেঙে গোল দিয়ে দেয়। পিকে-মাসচেরানোকে ডিঙিয়ে গোলপোস্টের কাছাকাছি চলে আসা কাকা পাস দেন রবিনহোকে। গোলরক্ষক ভিক্টর ভালদেজকে দারূণ মুন্সিয়ানায় পরাজিত করে রবিনহো গোল করে মিলানকে ১-০ তে এগিয়ে নিয়ে যান।
মাত্রই রিয়াল মাদ্রিদ থেকে মিলানে ফিরে আসা কাকা তার জাত চিনিয়ে দিচ্ছেন প্রতিনিয়তই, রবিনহো ছাড়াও এর আগের ম্যাচগুলোতে গোলের অবদান রেখেছেন কাকা।
স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে থেকে খেলায় পিছিয়ে পড়েও সমতায় আনতে বার্সেলোনা উঠেপড়ে লেগেছিলো। খুব বেশী সময়ও নেয়নি তারা। মাঝমাঠ থেকে বল ড্রিবলিং করে উঠে আসা ইনিয়েস্তা জায়গামতো মেসির কাছে বল পাঠিয়ে দেন, পেশাদার ফিনিশারের মতো বল জালে পাঠিয়ে ১-১ গোলে সমতায় নিয়ে আসেন বার্সেলোনাকে।
তবে খেলা বলতে গেলে এপর্যন্তই! এরপর পুরোটা সময়ই দুদল মাঠের এ মাথা থেকে ও মাথা ছুটে বেড়িয়েছে কিন্তু কোনো গোলের দেখা পায়নি।
গত তিন মৌসুমে এনিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সাতবার মুখোমুখি হলো মিলান বার্সা। গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে মিলান ঘরের মাঠে ২-০ গোলে জেতে। কিন্তু ন্যু ক্যাম্পে ৪-০ গোলে হেরে বসে।
দুই জয় ও এক ড্রয়ের পরও শীর্ষে বার্সা। দুই পয়েন্ট কমে তাদের পরে মিলান। গ্রুপের অন্য ম্যাচে আয়াক্সের বিপক্ষে ২-১ গোলে জিতে প্রথম পয়েন্ট পেল সেলটিক।