দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উপমহাদেশের সংগীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্না দে চলে গেলেন লক্ষ কোটি ভক্ত শ্রোতাদের কাঁদিয়ে। আজ ভোরে ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে পরলোকগমন করেন।
উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্না দে’র সেই খ্যাতিসম্পন্ন গান ‘কফি হাউজের আড্ডাটা আজ আর নেই’ বিশ্বের শ্রোতাদের হৃদয়ে আজীবন নাড়া দেবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
উপমহাদেশের এই কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্না দে ১৯১৯ সালের ১ মে কলকাতার বাঙালি পরিবারে জন্ম নেন। তিনি দীর্ঘদিন মুম্বাইতে বসবাস শেষে বর্তমানে ব্যাঙালোরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।
১৯৪৩ সালে ‘তাম্মান্না’ ছবিতে প্লেব্যাক দিয়ে ক্যারিয়ার শুরু করেন খ্যাতিমান এই শিল্পী মান্না দে। এ পর্যন্ত সাড়ে তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এরমধ্যে অনেকগুলোই কালজয়ী খেতাব পেয়েছে শ্রোতাদের কাছে।
মান্না দে শুধু যে বাংলা ভাষায় গান গেয়েছেন তা নয়, তিনি সমানভাবে জনপ্রিয় ছিলেন হিন্দি, গুজরাটি, মালায়াম, কান্নাডা ভাষাতেও। সঙ্গীত ভুবনে তাঁর এ অসামান্য অবদানের জন্য ১৯৭১ সালে পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মবিভূষণ এবং ২০০৯ সালে দাদাসাহেব ফালকে সম্মাননায় অভিষিক্ত করে ভারত সরকার।
উল্লেখ্য, সামপ্রতিক সময়ে তিনি বার্ধক্যজনিত রোগ, শ্বাসতন্ত্র ও মুত্রাসয়ের সমস্যায় ভুগছিলেন। গতকাল বুধবার রাতে তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। গত সেপ্টেম্বর মাস থেকেই তিনি অসুস্থ হয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হন। তাঁর মৃত্যুতে বিশ্ববাসী তাদের এক প্রিয় শিল্পীকে হারালো। মান্না দে’র মৃত্যু সংবাদে কলকাতাসহ সমগ্র ভারতবর্ষে এক শোকের ছায়া নেমে এসেছে।
আমরা দি ঢাকা টাইমস্-এর পক্ষ থেকে উপমহাদেশের এই কিংবদন্তি কণ্ঠশিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
This post was last modified on অক্টোবর ২৪, ২০১৩ 10:04 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…