চট্টগ্রামের পর মমিনুলের ঢাকা জয়!

চট্টগ্রাম টেস্টের মতো ঢাকা টেস্টেও বাংলাদেশের বিপদের সময় জ্বলে উঠলেন মমিনুল, করলেন টানা দু ম্যাচে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের চেয়ে ১৫৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। ৫৫ রানের মধ্যে দুটি উইকেটের পতন ঘটায় শুরুটা ছিল হতাশার। এর পরই দলের হাল ধরেন মমিনুল। তামিম ইকবালের সাথে মমিনুলের তৃতীয় উইকেট জুটিতে রেকর্ড ১৫৭ রানের জুটিতে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশ পথের দিশা খুঁজে পায়। ১১৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ।


২০১০ সালে ইংল্যান্ড সফরে ম্যানচেষ্টার, লর্ডসে ব্যাক টু ব্যাক দুটি সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন তামিম ইকবাল। সেই রেকর্ডে এবার ভাগ বসালেন মমিনুল। কাকতলীয়ভাবে মমিনুলের দ্বিতীয় সেঞ্চুরির সময় তাঁকে উপযুক্ত সঙ্গ দিয়েছেন তামিম নিজেই! তবে প্রথম ইনিংসে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করা তামিম এবারও আউট হয়ে যান ৭০ রানে। তবে যাবার আগে দলকে শক্ত ভিত্তি গড়ে দেওয়ার পেছনে যথেষ্টই ভূমিকা রেখে যান তিনি।

দিনের শুরুটা বাংলাদেশের জন্য ভালোই ছিলো বলা যায়। মাত্র সাত ওভার বোলিং করে নিউজিল্যান্ডের শেষ দুই উইকেট তুলে নেয় স্বাগতিকরা। এরপর বাংলাদেশ ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের প্রথম ১০ ওভার নির্বিঘ্নেই কাটিয়ে দিলো। ১১তম ওভারে আক্রমণে এসে অফস্ট্যাম্পের বাইরের একটি বল কাট করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এনামুল। নিউজিল্যাণ্ডকে প্রথম ব্রেকথ্রু এনে দেন ওয়াগনার। দুই ওভার পরে বাংলাদেশ দ্বিতীয় উইকেটটিও হারায় ওয়াগনারের আঘাতে। এবারও অফস্ট্যাম্পের বাইরের একটি বল ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন মার্শাল আইয়ূব।

তবে এরপর দলের হাল ধরেন তামিম-মমিনুল। একটু একটু করে ইনিংস মেরামত করতে থাকেন দুজনে। দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৬৯ রান। ১২৬ রান নিয়ে ব্যাট করছেন মমিনুল। তাঁর সঙ্গে ৩২ রান নিয়ে অপরাজিত আছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল ব্যক্তিগত ৭০ রানে উইলিয়ামসনের হাতে উইকেট খুইয়ে আসেন। তামিম আউট হওয়ার আগের ওভারে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শতকটি পূর্ণ করেন মমিনুল।

সংবাদ সম্মেলনে মমিনুলের ইনিংসটি নিয়ে প্রতিপক্ষের খেলোয়াড় পিটার ফুলটন প্রশংসায় জানিয়েছেন, “সে অসাধারণ একটি ইনিংস খেলেছে। ওকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা ছিলো বিশেষ করে চট্টগ্রাম টেস্টের পর ওকে নিয়ে আমরা ভাবতে বাধ্য হই। অফস্টাম্পের বাইরে বল করে ওকে ঝামেলায় ফেলতে চেয়েছি। কিন্তু সে আজ খুবই ধৈর্যশীল ইনিংস খেলেছে। যখনই একটা বল খারাপ হয়েছে, সে শট খেলেছে। মাঝেমধ্যে এমন ইনিংসের প্রতি আপনার মাথা আপনা থেকেই নত হয়ে আসবে।”

Related Post

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ২৮২ (তামিম ৯৫, মমিনুল ৪৭, মার্শাল ৪১; ওয়াগনার ৫/৬৪, সোধি ৩/৫৯) ও ২৬৯/৩ (তামিম ৭০, এনামুল ২২, মার্শাল ৯, মমিনুল ১২৬*, সাকিব ৩২*; ওয়াগনার ২/৫২, উইলিয়ামসন ১/৪৪)

নিউজিল্যান্ডঃ ৪৩৭ (ফুলটন ১৪, রাদারফোর্ড ১৩, উইলিয়ামসন ৬২, টেইলর ৫৩, ম্যাককালাম ১১, অ্যান্ডারসন ১১৬, ওয়াটলিং ৭০, ব্রেসওয়েল ১৭, ওয়াগনার ৮, সোধি ৫৮, বোল্ট ৪; সাকিব ৫/১০৩, রাজ্জাক ২/৯৬, নাসির ১/৭, আল-আমিন ১/৫৮)

রাজিউর রহমান

Recent Posts

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে

ইলন মাস্ককে এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…

% দিন আগে

গোল্ডেন আউল: ৩১ বছর ধরে চলা গুপ্তধন অধ্যায়ের সমাপ্তি ঘটলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…

% দিন আগে