দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইন্টারনেট জায়ান্ট গুগলের সবচেয়ে বেশী ব্যবহৃত পণ্য হলো জিমেইল সেবা। সম্প্রতি গুগল তাদের জিমেইলের লগ-ইন পেইজের ইন্টারফেসে পরিবর্তন এনেছে।
লগ-ইন পেইজের নতুন ইন্টারফেসটি এখন সকলের জন্যই উন্মুক্ত। আপনি বর্তমানে লগ-ইন থাকলে লগ আউট করে, নতুন করে জিমেইলে লগিন করতে গেলে তখন এই ক্ষুদ্র পরিবর্তনটি আপনার চোখে পড়বে। যদি না পড়ে তাহলে আপনার ব্রাউজারের হিস্টোরি ক্যাশ ক্লীয়ার করে দেখুন।
নতুন লগ-ইন পেইজের মাঝখানে লগিনের অপশন রেখে ডিজাইনটি করা হয়েছে। যেটি আগে ছিলো পেইজের ডানপাশে। নীচে দেখতে পাবেন পুরোনো লগ-ইন পেইজটি।
নতুন লগ-ইন পেইজের ডিজাইনে আপনাকে শুধুমাত্র পাসওয়ার্ডটিই মনে রাখতে হবে, এছাড়া এর আগে আপনি যখন ঢুকেছিলেন তখনকার হিস্টোরি সে মনে রাখতে সক্ষম। তবে এটি ব্রাউজার ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। এখনও সব ব্রাউজারে সব ইউজারদের জন্য এটি সহজলভ্য হয়ে ওঠেনি। আমার ক্ষেত্রে বলা যায়, আমি যখন ফায়ারফক্সে লগ আউট করে লগিন করতে গিয়েছি তখন এই ডিজাইনটির দেখা পেয়েছি, কিন্তু ক্রোমের ক্ষেত্রে পাইনি। অবশ্য অনেকেরই উল্টোটা হয়েছে। তারা ক্রোমে পেয়েছে কিন্তু ফায়ারফক্সে পায়নি।
যদি আপনি কোনো ব্রাউজারেই না পান তবে অপেক্ষায় থাকুন, যেকোনো সময় আপনি পেয়ে যাবেন নতুন ডিজাইনের ইন্টারফেস!
তথ্যসূত্রঃ TheTechJournal