দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাড়ির জন্য মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান যুক্তরাজ্যের Carphone Warehouse খুব সস্তা দামে কিন্তু উন্নতমানের ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে! দামটা শুনে আপনার খুশিই হবার কথা, কোম্পানীটি এর মূল্য নির্ধারণ করেছে মাত্র ৬ হাজার টাকা, যেখানে একটি ভালো ব্রান্ডের ট্যাবলেট সাধারণত বাংলাদেশী বাজারে ৮ হাজার টাকার নীচে পাওয়া যায় না।
“Avoca” ৭ ইঞ্চি ডিসপ্লে’র এই ট্যাবলেট পাওয়া যাবে মাত্র ৪৯ ইউরোতে, মুল্যের দিক দিয়ে এটি পেছনে ফেলেছে ৯৯ ইউরোর Argos এবং Tesco এর ট্যাবলেটকে, সেগুলো ৯৯ ইউরোতে বিক্রি হয়। Avoca আরও নিশ্চিত করেছে যে তাদের ট্যাবলেট গুগল প্লে দ্বারা অনুমোদিত! আমাদের দেশেও এতো কম মূল্যে ট্যাবলেট পাওয়া গেলে অনেকেরই উপকার হতো!
এতো কম মূল্যের ট্যাবলেটে আপনি কি পাচ্ছেন? Avoca 7-inch এর এই ট্যাবলেটটি 800×480 ডিসপ্লে সুবিধাসহ রয়েছে 1GHz CPU, এবং ৫১২ মেগাবাইট র্যাম। সুতরাং এতে যদি আপনি Android 4.2 Jelly Bean অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তবে হয়তো আসল মজাটা পাবেন না এর কম র্যামের কারণে। এই ট্যাবলেটে আপনার আরও কমপক্ষে ৮ জিবি বাড়তি এক্সটার্ণাল মেমরি লাগবে। আর ব্যাটারী চার্জও দীর্ঘক্ষণ থাকবে না, সর্বোচ্চ ৮ ঘণ্টা চার্জ থাকবে।
যদি দামের সাথে তুলনা করেন তাহলে ৬ হাজার টাকায় এর বেশী সুবিধা বর্তমান বাজারে কেউই দিবে না এটাও আপনি জানেন। তবে Carphone Warehouse এও জানিয়েছে মাত্র ৪৯ ডলারের এই মূল্য থাকবে ততদিন যতদিন Avoca 7-inch মডেলের এই ট্যাবলেট তাদের স্টকে থাকবে! Carphone Warehouse এ ট্যাবলেটটি মার্কেটে এখনও উন্মোচন নাকরলেও প্রি-অর্ডার নিচ্ছে। আপনারা কেউ প্রি-অর্ডার করতে চাইলে কোম্পানীটির ওয়েবসাইটে (carphonewarehouse.com) গিয়ে প্রি-অর্ডার করতে পারেন অথবা মুক্তির পর সরাসরি কিনতে ও পারবেন।
তথ্যসূত্রঃ androidcentral
This post was last modified on অক্টোবর ২৯, ২০১৩ 5:12 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার জীবনের অভিজ্ঞতার…
View Comments
সিম সাপোর্ট করবে কি না তা তো কিছুই বললেন না?
bangladesh ar ki kono customer care ase ki