দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ আমরা মিশন ইম্পসিবল কিংবা ভারতীয় কৃষ-২ ছবিতে অনেকেই দেখেছি নায়কদের হলোগ্রাফিক অদৃশ্য স্ক্রিনে কম্পিউটারকে নির্দেশ দিতে। এবার i-Air Touch প্রযুক্তির কল্যাণে এটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
তাইওয়ানের একটি অলাভ জনক প্রতিষ্ঠান i-Air Touch নামের একটি প্রযুক্তি সামনে নিয়ে এসেছে যার প্রয়োগে মানুষ শূন্যে হলোগ্রাফিক টাচ স্ক্রিনের মাধ্যমে কম্পিটারের নির্দেশ প্রদান সহ ফোন কল রিসিভ এবং এসএমএস/ইমেইল আদান প্রদান করতে পারবে।
এটি একটু ভার্চুয়াল টাচ টেকনোলোজি যার মাধ্যমে নির্দেশ প্রদান করা সম্ভব। এ প্রযুক্তি গুগল গ্লাস এবং সাথে আলাদা একটি যন্ত্রের সমন্বয়ে কাজ করবে। এর মাধ্যমে ছবি দেখা, ভিডিও দেখা সহ আরও অনেক হাইটেক কাজ করা যাবে।
উদ্ভাবকরা বলেছেন, “এটি এমন একটি প্রযুক্তি যা এর ব্যবহারকারীকে বিশেষ অনুভূতি দিতে সক্ষম এছাড়া এর মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে বিশেষ সম্ভাবনার দ্বার উম্মচিত হবে। চিকিৎসা বিজ্ঞানে এন্ডস্কপি সহ আরও অনেক জটিল কাজে এটি ব্যবহার করা যাবে। এছাড়া ভারী শিল্পে এবং যেসব কাজে সরাসরি হাত ব্যবহার করা যাবেনা সেসব কাজেও এই i-Air Touch প্রযুক্তি সুফল দিতে পারবে।”
i-Air Touch প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর আগে থেকে দেয়া ফিঙ্গার প্রিন্ট দিয়েই এটি কেবল কাজ করবে এবং এতে আগে থেকে দিয়ে দেয়া দূরত্বে এর টাচ কাজ করবে। ব্যবহারকারী রাস্তায় গাড়িতে কিংবা যেকোনো সুবিধাজনক যায়গায় চোখে লাগানো থাকা গ্লাস থেকে বিচ্ছুরিত হলোগ্রাফিক প্রজেকশনের মাধ্যমে টাচ করে কম্পিউটারের নির্দেশ প্রদান করতে পারবেন।
বর্তমানে এই i-Air Touch প্রযুক্তি মোবাইলে ব্যবহারের লাইসেন্সের অপেক্ষায় আছে, অতএব খুব শীগ্রই এই অবিশ্বাস্য প্রযুক্তি আমাদের হাতে চলে আসবে বলে আশা করা যায়।
নিচের ভিডিও’তে দেখে নিন i-Air Touch প্রযুক্তি যেভাবে কাজ করবেঃ
তথ্য সূত্রঃ cnet
This post was last modified on এপ্রিল ৮, ২০১৭ 12:23 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
View Comments
দারুন একটা নিউজ.....এটা আমরা করে ব্যবহার করতে পারবো...?