নিউজিল্যাণ্ডের বিপক্ষে টাইগারদের আবারও সিরিজ জয়!

বললে অনেক কথাই বলা যায়। কিন্তু এ মুহুর্তে মনে পড়ছে ওয়েনডে সিরিজ শুরুর আগে ব্রেন্ডন ম্যাককুলামের বলা একটা কথা। তিনি রসিকতা করে বলেছিলেন, “এবার ৪-০তে ম্যাচ হারার শঙ্কা নেই, কারণ ম্যাচইতো তিনটি!” বিপদের বিষয় হলো নিউজিল্যাণ্ড এখন ৩-০ তে পরাজয়ের মুখোমুখি! সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলীয় খেলার অপূর্ব নিদর্শন দেখিয়ে নিউজিল্যাণ্ডকে ২০৭ রানে অল-আউট করে ৪০ রানের জয় তুলে নিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে যাওয়ার পাশাপাশি সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা।


170075L170075L

টসে জিতে এদিন বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্তই নেয়। অভিষিক্ত শামসুর রহমানের সঙ্গে তামিম ইকবালের ৬৩ রানের উদ্বোধনী জুটি বাংলাদেশকে ভালো সূচনা এনে দিলেও রানের গতি ছিল ধীর। এনামুল হকের জায়গায় খেলতে নেমে নিজেকে গুটিয়ে রেখেছিলেন শামসুর।

দেখেশুনে খেলে অর্ধশতকে পৌঁছানোর পরপরই আক্রমণাত্মক খেলতে গিয়ে অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে যান তামিম। ম্যাচের সর্বোচ্চ ৫৮ রান করা তামিমের ৮৬ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। এর আগে রান রেটের চাপে এগিয়ে এসে খেলতে গিয়ে নাথান ম্যাককালামের বলে শামসুর (২৫) স্টাম্পিং হয়ে ফিরে যান।

মমিনুল খেলতে নেমে স্বভাবসুলভ ভঙ্গিতে খেলে ৩৪ বলে পাঁচটি ৪ এর সহায়তায় ৩১ রান করেন। এরপর কোরি অ্যান্ডারসনের বলে পুল করতে গিয়ে নাথানের হাতে ধরা পড়েন মুমিনুল।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দলের বিপদে হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম ও নাঈম ইসলাম। এই জুটি দলকে ৩ উইকেটে ১৬৯ রানের স্বস্তিকর জায়গায় নিয়ে যান। তবে এরপরই ব্যাটিং পাওয়ার প্লেতে পর পর তিন ওভারে মুশফিক, নাঈম ও নাসির হোসেনকে বিদায় করেন নিশাম এবং কাইল মিলস।

Related Post

এক পর্যায়ে বাংলাদেশ ১৭৩/৬ এ পরিণত হলেও সোহাগ গাজী (২৬), মাহমুদুল্লাহ রিয়াদ (২১) ও মাশরাফি বিন মুর্তজার (১৪) কার্যকর ইনিংসের বদৌলতে বাংলাদেশ পেয়ে যায় ২৪৭ রানের লড়াকু পুঁজি।

কিউইরা খেলতে নেমে প্রথম আঘাত হানেন বাংলাদেশ সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা। ১ রানে কিউই ওপেনার হামিশ রাদারফোর্ডকে বোল্ড করেন। মাশরাফির পরপরই জোড়া আঘাত হানেন সোহাগ আর রাজ্জাক ফলে মাত্র ৩৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।

চতুর্থ উইকেটে টেলর আর কোরি অ্যান্ডারসন ৬১ রানের জুটি গড়ে কিউইদের আশার আলো দেখালেও তা স্থায়ী হতে দেননি মাশরাফি। ২৭তম ওভারে কোরি অ্যান্ডারসনকে উইকেটের পেছনে মুশফিকের দারুণ এক ক্যাচে পরিণত করে এই জুটি ভেঙে আবারও পর্দায় আবির্ভূত হন মাশরাফি।

মুমিনুল এলবিডব্লুর ফাঁদে ফেলেন ব্রেন্ডন ম্যাককালামকে এবং তার কিছুক্ষণ পরই টম ল্যাথামকে রানআউট করেন রুবেল হোসেন। নিউজিল্যাণ্ডকে ১৩১/৬ এ পরিণত করে ম্যাচ তখনই বাংলাদেশ নিজেদের দখলে নিয়ে নেয়।

সোহাগ দ্বিতীয় পাওয়ার প্লেতে বোলিং করতে এসে ফিরিয়ে দিলেন নিশামকে, পরের ওভারে বিদায় করেন উইকেট আঁকড়ে পড়ে থাকা রস টেলরকেও। ২৩ বলে ২৫ রান করে নাথান ম্যাককালাম বিপদজনক হয়ে ওঠার আগেই মাহমুদুল্লাহর ক্যাচে পরিণত করেন মমিনুল।

কিউইদের ধ্বংসযজ্ঞ শুরু করা মাশরাফি ৪৭তম ওভারের চতুর্থ বলে সাউদিকে ফিরিয়ে দিয়ে নিশ্চিত করেন নিউজিল্যাণ্ডের অল-আউট। বাংলাদেশকে এনে দেন সিরিজ জয়ের আনন্দ!

আগামী ৩ নভেম্বর ফতুল্লায় নিশ্চিত হওয়া যাবে নিউজিল্যাণ্ড এবারও বাংলাওয়াশ হচ্ছে কি না!

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ৪৯ ওভারে ২৪৭ (তামিম ৫৮, শামসুর ২৫, মুমিনুল ৩১, মুশফিক ৩১, নাঈম ১৬, নাসির ৩, মাহমুদুল্লাহ ২১, সোহাগ ২৬, মাশরাফি ১৪, রাজ্জাক ৪*, রুবেল ২; অ্যান্ডারসন ৪/৪০, নিশাম ৪/৫৩, নাথান ১/৪২, মিলস ১/৪৭)

নিউজিল্যান্ডঃ ৪৬.৪ ওভারে ২০৭ (ডেভসিচ ১৯, রাদারফোর্ড ১, এলিয়ট ১৪, টেইলর ৪৫, অ্যান্ডারসন ৩৭, ব্রেন্ডন ১৪, ল্যাথাম ০, নিশাম ৮, নাথান ২৫, মিলস ২৭*, সাউদি ০; সোহাগ ৩/৩৪, মাশরাফি ৩/৪৩, মুমিনুল ২/১৩, রাজ্জাক ১/৩৫)

ম্যান অব দ্য ম্যাচঃ সোহাগ গাজী

This post was last modified on অক্টোবর ৩১, ২০১৩ 11:10 অপরাহ্ন

রাজিউর রহমান

Recent Posts

পুষ্টিবিদের অভিমত: গরমের কোন সব্জি খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে আসবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত অত্যাধিক পরিমাণে প্রোটিন খেলে, ওজন বাড়লে দেহে ইউরিক অ্যাসিডের…

% দিন আগে

নতুন ৭ সিনেমার টিভি প্রিমিয়ার চ্যানেল আইয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সঙ্গে আনন্দের ভাগিদার হয় চ্যানেল…

% দিন আগে

মিয়ানমারে ভূমিকম্প: নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে: ইউএসজিএস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে…

% দিন আগে

পর্যটকদের গাড়ি দেখে লুকিয়ে পড়লো সিংহ: দুই পশুরাজের লুকোচুরি খেলার ভিডিও ভাইরাল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পশুরাজ সিংহের হাবভাব দেখে কিছুই বুঝতে পারছিলেন না উপস্থিত পর্যটকরা।…

% দিন আগে

গরুর গাড়ি এক সময়ের গ্রাম-বাংলার ঐতিহ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৯ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৫ চৈত্র ১৪৩১…

% দিন আগে

গবেষণা বলছে: আপনি হাসিখুশি থাকলে আপনার সঙ্গীও থাকবে ফুরফুরে মেজাজে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার কোনও কাজই সারাদিন ঠিকমতো হচ্ছে না। স্ট্রেসও বাড়ছে। দিনের…

% দিন আগে